হট্টগোল করে ম্যাচ বয়কট ব্রাদার্সের

ব্রাদার্সের ব্যাটসম্যানরা আজ বিকেএসপিতে ব্যাট করতে নামেননি। প্রথম আলো ফাইল ছবি
ব্রাদার্সের ব্যাটসম্যানরা আজ বিকেএসপিতে ব্যাট করতে নামেননি। প্রথম আলো ফাইল ছবি
বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে আজ মোহামেডান-ব্রাদার্সের ম্যাচে হট্টগোল হয়েছে। বৃষ্টি বাগড়ায় ম্যাচ শুরু হতে দেরি হয়। পরে ব্রাদার্স আর খেলতেই নামেনি। শেষ পর্যন্ত মোহামেডানকে জয়ী ঘোষণা করা হয়েছে


ঢাকা প্রিমিয়ার লিগ এবার বড় কোনো বিতর্ক ছাড়াই এগোচ্ছিল। কিন্তু বিকেএসপিতে আজ মোহামেডান-ব্রাদার্সের ম্যাচে ফিরে এল পুরোনো সেই বিশৃঙ্খলার চিত্র। ব্রাদার্সকে ৩১৭ রানের লক্ষ্য দিয়েছিল মোহামেডান। ইনিংস বিরতিতে বৃষ্টি আসার পর ব্রাদার্স আর ব্যাটিং করতে নামেনি। একটা সময় ম্যাচ খেলতে অপারগতা প্রকাশ করায় জয়ী ঘোষণা করা হয়েছে মোহামেডানকে।

অভিষেক মিত্র-ইরফান শুক্কুরের দুর্দান্ত শুরু বলে দিচ্ছিল আজ মোহামেডান এগোচ্ছে বড় স্কোরের দিকে। দুজনের ওপেনিং জুটিতে আসে ১৭৪ রান। সাজেদুল ইসলামের জোড়া শিকার হয়ে ১ রানের মধ্যে ফিরে যান মোহামেডানের দুই ওপেনার। ইরফান করেছেন ৯২ আর অভিষেক ৬৮। দুই ওপেনারের ভালো শুরুটা বৃথা যেতে দেননি রকিবুল হাসান। দারুণ ছন্দে থাকা রকিবুল এবার প্রিমিয়ার লিগে নিজের অষ্টম ম্যাচে পেলেন চতুর্থ ফিফটি। নির্ধারিত ৫০ ওভারে মোহামেডানের স্কোর ৯ উইকেটে ৩১৬।

মোহামেডান ইনিংস শেষ হতেই শুরু বৃষ্টি। আম্পায়ার সূত্রে জানা গেল, দেড়টায় শুরু বৃষ্টি থেমেছে ২টা ৫ মিনিটে। বৃষ্টি শেষে মাঠ দ্রুত খেলার উপযোগী হলেও অপেক্ষা করতে হচ্ছিল পিচের জন্য। কাভার ফুটো থাকায় পিচের এক কোনায় খানিকটা ভিজে গিয়েছিল। সেটি শুকাতে লেগে যায় প্রায় আধ ঘণ্টা। ডি-এল পদ্ধতিতে ব্রাদার্সের লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৭৪ রান। আম্পায়াররা যখন দুই দলকে খেলতে নামতে বলে, তখন বেকে বসে ব্রাদার্স। তারা কিছুতেই খেলতে নামবে না। ব্রাদার্স না খেলতে চাওয়ায় একপর্যায়ে জয়ী ঘোষণা করে মোহামেডানকে পূর্ণ ২ পয়েন্ট দিয়ে দেন আম্পায়াররা।

কেন ম্যাচটা বয়কট করলেন, ব্রাদার্সের ম্যানেজার আমিন খান সেটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘প্রথম কথা, পিচ ভেজা ছিল। আম্পায়ারদের সঙ্গে আসলে যোগাযোগ-বিভ্রাট ছিল। আমাদের সময়মতো কিছু জানানো হয়নি। কোনো শিডিউল পাঠায়নি। কোনো কাগজ পাঠানো হয়নি যে খেলা কত ওভার হবে, কত ওভারে পাওয়ার প্লে হবে। অন্তত ৫ মিনিট আগে আমাদের ব্যাটসম্যানদের তো জানাতে হবে, যাতে তারা তৈরি হতে পারে। খেলা পরিত্যক্ত ঘোষণার সময় ছিল ৪টা ১০ মিনিট। ৪টা ৭ মিনিটে হঠাৎ আম্পায়াররা বলছেন, খেলোয়াড় নামান। ওই সময় পিচে আবার তিন জায়গায় ভেজা ছিল। প্লেয়িং কন্ডিশন ঠিকমতো মানা হয়নি। হঠাৎ বললে তো নামা যায় না। একজন খেলোয়াড়ের প্রস্তুতির ব্যাপার আছে।’

তবে ম্যাচ রেফারি আখতার আহমেদ প্রথম আলোকে বললেন, সবকিছু ঠিক সময়েই ব্রাদার্সকে জানানো হয়েছে , ‘পিচের এক কোনায় কাভার ফুটো হয়ে একটু পানি ঢুকেছিল। যদিও ডাবল কাভার ছিল। এতে পিচের অবস্থা মোটেও খারাপ হয়নি। দুই অধিনায়ককে ম্যাচের ১০ মিনিট আগে জানালেও হয়। ওদের আমরা ১১ মিনিট আগে জানিয়েছি। খেলা পরিত্যক্ত হওয়ার শেষ সময় ছিল ৪টা ৬ মিনিটে। ওদের জানিয়েছি ৩টা ৫৫ মিনিটে। ব্রাদার্সের দাবি, আমরা নাকি ওদের ঠিকভাবে জানাইনি। আম্পায়ার নেমে গেছে। মোহামেডানের ফিল্ডাররা নেমে গেছে। ওদের ব্যাটসম্যানরা প্যাডও পরা ছিল। অথচ নামেনি। আম্পায়াররা মাঠে ৯ মিনিট অপেক্ষা করে ম্যাচের সমাপ্তি ঘোষণা করেছে।’

আখতার আহমেদ বলছেন ১১ মিনিট আগে ম্যাচ শুরুর বিষয়টি দুই অধিনায়ককে জানানো হয়েছে। ব্রাদার্সের ম্যানেজার আমিনের দাবি, ‘এটি সত্যি নয়’। তাহলে কোনটা সত্যি? ব্রাদার্স এটি নির্ণয়ের ভার সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) হাতে তুলে দিচ্ছে। আমিন খান বলছেন, তাঁরা আবেদন করবেন সিসিডিএম বরাবর। তাঁদের দাবি থাকবে, হয় পয়েন্ট ভাগাভাগি করে দিতে হবে না হয় ম্যাচটা আবার আয়োজন করতে হবে। মজাটা হচ্ছে, ব্রাদার্স ম্যানেজার আমিন নিজেই সিসিডিএমের সমন্বয়ক! তাঁর দলের ম্যাচেই এমন হট্টগোল!