প্রিমিয়ার লিগে খেলছেন, এইচএসসি পরীক্ষাও দিচ্ছেন!

এইচএসসি পরীক্ষার্থী মুকিদুল কালও ছিলেন মাঠে। ছবি: প্রথম আলো
এইচএসসি পরীক্ষার্থী মুকিদুল কালও ছিলেন মাঠে। ছবি: প্রথম আলো

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপি দলটার একটা বিশেষত্ব আছে। লিগের বাইলজ অনুযায়ী, একজন করে বিদেশি খেলাতে পারবে দলগুলো। কিন্তু বিকেএসপিতে কোনো বিদেশি খেলোয়াড় নেই। আর এই দলের প্রত্যেক ক্রিকেটারই বিকেএসপির ছাত্র।

ক্রিকেটারদের কেউ মাত্রই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কেউবা পড়ছে উচ্চমাধ্যমিকে। অধিনায়ক আকবর আলী আবার একটু এগিয়ে, ডিগ্রি অধ্যয়নরত। শতভাগ শিক্ষার্থীদের এই দলটিতে চারজন এমন ক্রিকেটারও আছেন, যাঁরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এই চার ক্রিকেটার পারভেজ হোসেন, মুকিদুল ইসলাম, মুজিবুল হোসেন ও নওশাদ ইকবাল। এঁদের মধ্যে গতকাল শেখ জামালের বিপক্ষে বিকেএসপিতে ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ ও ডানহাতি পেসার মুকিদুল।

ম্যাচ শেষ করেই হোস্টেলে ফেরার প্রস্তুতি চলছিল, এবার পরীক্ষার জন্য তৈরি হতে হবে। ঠিক সে সময়ই এই ক্রিকেটারদের কাছ থেকে কয়েক মিনিট চেয়ে নেওয়া হলো। প্রশ্ন একটাই, পরীক্ষা আর খেলা সমানতালে চালিয়ে যাওয়ার মতো এমন কঠিন কাজের অনুপ্রেরণার উৎস কী? পারভেজ বলছিলেন, ‘আমরা বিকেএসপির ছাত্র, আমাদের জন্য খেলা বা পড়াশোনা কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়।’ মুকিদুল বলছিলেন, ‘আজ (কাল) ম্যাচ খেললাম, এতক্ষণ ম্যাচের চিন্তা ছিল। এখন ফিরেই পরীক্ষার প্রস্তুতি নিতে বসে যাব।’

নওশাদ আবার একটু দার্শনিক ভঙ্গিতে বললেন, ‘এই যে খেলা আর পড়ালেখা একসঙ্গে চলছে। এটাকে পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে চালিয়ে নিয়ে যাওয়াটা আমাদের আরেকটা পরীক্ষা। আমাদের জীবনের একটা বড় শিক্ষাও।’ মুজিবুলের দৃষ্টিভঙ্গি বেশ সরল, ‘পরীক্ষা আর খেলা একসঙ্গে পড়ে গেলে সেটা চ্যালেঞ্জ হয়ে যায়। আর চ্যালেঞ্জে জেতার চেয়ে বড় আনন্দের আর কী আছে!’