১০০ মিলিয়ন পাউন্ডও সস্তা!

হ্যাজার্ডের জন্য ১০০ মিলিয়নও কম মনে হচ্ছে সারির। ছবি: এএফপি
হ্যাজার্ডের জন্য ১০০ মিলিয়নও কম মনে হচ্ছে সারির। ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদ এ মৌসুম থেকে আর কিছু পাচ্ছে না। তিনটি প্রতিযোগিতা থেকেই ছিটকে গেছে তারা। কিন্তু মাদ্রিদভিত্তিক পত্রিকাগুলোকে তো বেঁচে থাকতে হবে। অন্যান্য সংবাদমাধ্যমকেও রিয়াল মাদ্রিদের নাম ব্যবহার করে পাঠক ডেকে আনতে হবে। এ চিন্তা থেকেই শুরু হয়ে গেছে দলবদলের গুঞ্জন। বিশ্বে তারকা বলে গণ্য হন কিন্তু মেসি বা রোনালদো নন, এমন সব ফুটবলারের সঙ্গেই রিয়ালের নাম জড়ানো হচ্ছে এবার। তাঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন এডেন হ্যাজার্ড।

বেলজিয়ান উইঙ্গার বিশ্বকাপের পর থেকেই রিয়াল মাদ্রিদকে উদ্দেশ করে প্রেমময় বার্তা পাঠাচ্ছেন। ওদিকে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানও ২০১২ সাল থেকেই হ্যাজার্ডকে রিয়ালে আনার চেষ্টা করছেন। ফলে নতুন মৌসুমে হ্যাজার্ডকে রিয়ালে দেখা যেতেই পারে। বাজারে গুঞ্জন হ্যাজার্ডের গায়ে ১০০ মিলিয়ন পাউন্ডের ট্যাগ লাগিয়ে দিয়েছে চেলসি। তাঁকে এ মূল্যে কিনলে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হবেন হ্যাজার্ড। কিন্তু চুক্তির আর মাত্র এক বছর বাকি থাকায় রিয়াল নাকি অঙ্কটা কমিয়ে দিতে চাইছে। তবে একজনের চোখে ১০০ মিলিয়ন পাউন্ডও হ্যাজার্ডের জন্য কম হয়ে যাচ্ছে।

২৮ বছর বয়সী হ্যাজার্ডে ভর করে প্রিমিয়ার লিগের তিনে এসে গেছে চেলসি। হ্যাজার্ডের জোড়া গোলেই কাল ওয়েস্টহামকে হারিয়েছে তারা। এর মধ্যে হ্যাজার্ডের প্রথম গোলটি তো ছিল অনন্য। কোচ মরিসিও সারি তাই হ্যাজার্ডকে কোনোভাবেই ছাড়তে রাজি নন। হ্যাজার্ডের বদলি হিসেবে কাউকে পাওয়া সম্ভব নয় বলে ১০০ মিলিয়ন পাউন্ডেও মন ভরবে না সারির, ‘অনেক বেশি সস্তা হয়ে যাবে। গত কয়েকটি দলবদলে আমরা সবার দামই দেখেছি। হ্যাজার্ড যা করে সেটা শুধু একজন খেলোয়াড় দিয়ে পাওয়া সম্ভব নয়।’

সারি না চাইলেও হ্যাজার্ডকে ছেড়ে দিতে হতে পারে। কারণ, হ্যাজার্ডের সঙ্গে চেলসির চুক্তির মাত্র এক বছর বাকি আছে। আর হ্যাজার্ড নিজেও ফেব্রুয়ারিতে বলেছেন, আগামী মৌসুমে কোথায় খেলবেন সেটা এর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তাঁর। সারি তাই মেনে নিয়েছেন হ্যাজার্ডকে আটকানো সম্ভব নয় তাঁর পক্ষে, ‘আমি নিশ্চিত, ক্লাব ওকে বিক্রি করতে চায় না। কিন্তু আমাদের অবশ্যই ওর সিদ্ধান্তকে সম্মান দিতে হবে। আগামী মৌসুম ওর চুক্তির শেষ বছর। সে যদি নতুন কোনো অভিজ্ঞতা পেতে চায়, আমাদের সেটা সম্মান করতে হবে। আমরা যেকোনো উপায়ে ওকে থাকার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করব কিন্তু এটা সহজ নয়।’

হ্যাজার্ড কি এর মধ্যেই চলে যাওয়ার ইচ্ছা জানিয়ে দিয়েছেন চেলসিকে? না হলে এত হতাশার সুর কেন সারির কণ্ঠে! চেলসি কোচ অবশ্য বলছেন হ্যাজার্ড এখনো নিজের মত জানাননি। ক্লাব ছাড়ার ব্যাপারে হ্যাজার্ডের সিদ্ধান্ত সারির ভাষায়, ‘সে এখনো বলেনি। আমাকে বলেছে এখনো সিদ্ধান্ত নেয়নি।’

হ্যাজার্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তাঁর মূল্যটা কত—১০০ মিলিয়ন নাকি অমূল্য (চেলসির কাছে)?