সড়ক দুর্ঘটনায় আহত মেসিদের কোচ

আর্জেন্টিনা কোচ স্কালোনি। ছবি: এএফপি
আর্জেন্টিনা কোচ স্কালোনি। ছবি: এএফপি
>আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মায়োর্কার ব্যালেরিক দ্বীপে সাইক্লিং করার সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। তিনি এখন মায়োর্কার সন এস্প্রেস হাসপাতালে ভর্তি আছেন।

৪০ বছর বয়সী স্কালোনি বেশির ভাগ সময় কাটান মায়োর্কায়। খেলা না থাকলে মায়োর্কায় কেনা বাড়িতেই সময় কাটে তাঁর। ইউরোপে থাকায় নিজের দলের খেলোয়াড়দের দিকে তাঁর নজর রাখতে সুবিধা হয়। আর্জেন্টিনার খেলা না থাকলে এখানেই থাকেন তিনি। আজ সকাল ১০টায় সাইক্লিং করার সময় একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয় তাঁকে। দুর্ঘটনার পরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা জানিয়েছেন, বড় বিপদ থেকে বেঁচে গেছেন, তেমন ক্ষতি হয়নি স্কালোনির। মুখ ও শরীরের বেশ অনেকটা জায়গা কেটে গেলেও এটি তেমন গুরুতর নয়।

গত বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলি বহিষ্কার হওয়ার পর থেকেই আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন স্কালোনি। প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকলেও কিছুদিন আগে পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।