বিশ্বকাপের আগে অপ্রত্যাশিত ঝামেলায় বাংলাদেশ

মাহমুদউল্লাহ-তাসকিনের চোট কাটিয়ে ফেরার তাড়া। ছবি: প্রথম আলো
মাহমুদউল্লাহ-তাসকিনের চোট কাটিয়ে ফেরার তাড়া। ছবি: প্রথম আলো
>আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দল ঘোষণা হতে খুব বেশি দেরি নেই। অথচ বাংলাদেশ দলে চোটের মিছিল। দল চূড়ান্ত করার আগে এটি নিয়ে নিশ্চয়ই ভাবতে হচ্ছে নির্বাচকদের

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী একটু অস্বস্তিতেই আছেন। এমন অস্বস্তিতে অবশ্য তাঁকে মাঝেমধ্যে পড়তে হয়। গুরুত্বপূর্ণ কোনো ক্রিকেটার চোটে পড়লেই তাঁকে বারবার ‘স্মরণ’ করতে থাকেন সাংবাদিকেরা। যখন চাইলেও কথা বলার উপায় থাকে না, অস্বস্তিতে পড়তে হয় তখনই। বিশ্বকাপের দল ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। অথচ বাংলাদেশ দলে চোটের মিছিল। সাংবাদিকেরা যাচ্ছেন দেবাশীষের কাছে। কিন্তু তাঁর যে এখনই কিছু বলার নেই।

বিসিবির চিকিৎসক আপাতত এতটুকুই বলতে পারছেন, কারও চোট নিয়েই নিরাশ হওয়ার সময় আসেনি। তিনি বরং আশাবাদী, নির্ধারিত সময়ের আগেই সেরে উঠবেন ক্রিকেটাররা। স্বচ্ছন্দে খেলতে পারবেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপ ২০১৯। তবে কে কোন চোটে পড়েছেন, সেটির তালিকা কিন্তু একেবারে ছোট নয়—

মুশফিকুর রহিম
ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ায় খেলতে পারেননি টেস্ট সিরিজ। সফরের শেষ দিকে আঙুলের চোট অনেকটা সারলেও আজ জানা গেল, বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান পাঁজরে বেশ ব্যথা অনুভব করছেন। আজ তাঁর স্ক্যান করার কথা। বিসিবির ফিজিও-চিকিৎসকেরা আশা করছেন, কিছুদিন বিশ্রাম নিলেই সেরে উঠবেন মুশফিক। চোট যেহেতু পাঁজরের হাড়ে, বিশ্রাম ছাড়া এখানে আসলে কিছু করারও নেই। পাঁজরের ব্যথা নিয়েই মুশফিক দুর্দান্ত খেলেছিলেন গত এশিয়া কাপে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হতে এখনো প্রায় এক মাস দেরি, পাঁজরের চোট কাটিয়ে ওঠার সময় পাচ্ছেন মুশফিক

মাহমুদউল্লাহ
সমস্যাটা ধরা পড়েছিল নিউজিল্যান্ড সফর শেষ করে ফিরে। মাহমুদউল্লাহর কাঁধের চোট নিয়ে যতটা সংশয় দেখা দিয়েছিল, সেটি ধীরে ধীরে কেটে যাচ্ছে। নিয়মিত ব্যাটিং অনুশীলন করছেন। ফিটনেস নিয়ে কাজ করছেন। এভাবে আরও এক সপ্তাহ গেলে বোঝা যাবে মাহমুদউল্লাহ কতটা সেরে উঠেছেন। তবে তাঁর আত্মবিশ্বাসী চেহারা দেখে মনে হচ্ছে, আপাতত তাঁকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

রুবেল হোসেন
২৫ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। এই মুহূর্তে বিশ্রামে আছেন তিনি। সাইড স্ট্রেইন চোটে পড়েছেন রুবেল। আপাতত ফিটনেস নিয়ে কাজ করছেন। আজ বিকেলে অবশ্য রুবেলের কথায় মনে হলো চোট নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন, ‘চোট গুরুতর কিছু নয়। কদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে আশা করি।’

চৈত্রের দুপুরে মিরাজের গায়ে শীতের পোশাক; আঙুলের চোট তো আছেই, জ্বরেও ভুগছেন তিনি। ছবি: বিসিবি
চৈত্রের দুপুরে মিরাজের গায়ে শীতের পোশাক; আঙুলের চোট তো আছেই, জ্বরেও ভুগছেন তিনি। ছবি: বিসিবি

মেহেদী হাসান মিরাজ
বেলা একটার দিকে বিসিবির চিকিৎসক দেবাশীষের কাছে এলেন মেহেদী হাসান মিরাজ। চৈত্রের এ দুপুরে পুলওভার চাপিয়েছেন গায়ে। জানালেন, গায়ে ভীষণ জ্বর। বমি ও ঠান্ডা অনুভূতি হচ্ছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছিল বেশ অসুস্থ। মিরাজ অবশ্য জ্বরের কারণে আসেননি বিসিবি চিকিৎসকের কাছে। এসেছেন আঙুলের এক্স-রে রিপোর্ট নিয়ে। চিকিৎসক মিরাজের এক্স-রে রিপোর্ট দেখে চিন্তামুক্ত হলেন। দুদিন আগে পাওয়া আঙুলের চোট নিয়ে কোনো দুঃসংবাদ নেই। এক্স-রে রিপোর্টে কোনো চিড় খুঁজে পাওয়া যায়নি। আঙুলে যতটুকু ব্যথা আছে, কদিনের মধ্যে সেটিও সেরে যাবে বলে মিরাজকে আশ্বস্ত করলেন দেবাশীষ। তবে আপাতত কোনো ম্যাচ খেলা যাবে না মিরাজের। থাকতে হবে পূর্ণ বিশ্রামে।

তাসকিন আহমেদ
আজ সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন তাসকিন। গোড়ালির চোট কাটিয়ে বাংলাদেশ দলের এই পেসার সকালে যোগ দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের অনুশীলনে। সব ঠিক থাকলে কাল মিরপুরে উত্তরার বিপক্ষে খেলতে নামবেন তাসকিন, চোটে পড়ার পর যেটি হবে তাঁর প্রথম ম্যাচ। তবে বিসিবির কেউ কেউ মনে করছেন, আরও দুটি অনুশীলন সেশন করে ম্যাচ খেলতে নামলে তাঁর বেশি ভালো হতো। কিন্তু তাসকিনের হাতে সে সময়টা যে নেই। চারদিকে যেভাবে রব উঠেছে, ‘ম্যাচ ফিটনেসের অভাবে তাসকিন থাকছেন না বিশ্বকাপ দলে’—এতে ভীষণ তাড়া অনুভব করছেন ২৪ বছর বয়সী পেসার। দল ঘোষণার আগে এক-দুইটা ম্যাচ খেলতেই হবে—এমন ভাবনা কাজ করছে তাঁর মধ্যে। এতে অবশ্য ঝুঁকি থাকছে। স্বপ্নের বিশ্বকাপে খেলতে হলে এতটুকু হিসাবি ঝুঁকি সব ক্রিকেটারই নেন, তাসকিনও নিচ্ছেন। আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ম্যাচে ফিরতে তিনি প্রস্তুত, ‘পুরো রানআপে তিনটা সেশন শেষ করেছি। কোনো সমস্যা হয়নি। আড়াই মাস পর খেলতে নামব। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি ভালো অবস্থায় আছি।’

সাইফউদ্দিন
ডান হাতে টেনিস এলবোর সমস্যায় ভুগছেন সাইফউদ্দিন। চোট নিয়েই খেলে যাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগ। চোট কাটিয়ে উঠতে যে বিশেষ ধরনের ইনজেকশনটি নেওয়া প্রয়োজন, প্রিমিয়ার লিগ খেলতে থাকায় তাঁকে সেটি দেওয়া যাচ্ছে না। ইনজেকশন দিলে পরের তিন সপ্তাহ খেলা যাবে না। আবার ইনজেকশন না দিলে সুস্থও হবেন না পুরোপুরি। পরিণতি, ব্যাটিং-বোলিং চালিয়ে নিতে পারলেও সমস্যা থেকে যাবে সাইফউদ্দিনের লম্বা থ্রোয়িংয়ে। বিশ্বকাপের আগে এমন ঝুঁকি নিয়েই খেলে যাচ্ছেন বাংলাদেশ দলের এ অলরাউন্ডার। সাবধানতা অবলম্বন করে লিগে আবাহনী ৩০ গজের বাইরে ফিল্ডিং করছেন না। ‘খেলোয়াড়দের এমন টুকটাক চোট নিয়ে খেলতে হয়’—আপাতত এর বেশি কিছু বলার নেই সাইফউদ্দিনের।

সাইড স্ট্রেইন চোটে পড়েছেন রুবেল। ছবি: বিসিবি
সাইড স্ট্রেইন চোটে পড়েছেন রুবেল। ছবি: বিসিবি