রক্ষা পেল মাঠটি

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। ফাইল ছবি
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। ফাইল ছবি
>ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে হেলিপ্যাড নির্মাণ করা হবে না বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে হেলিপ্যাড নির্মাণের ভাবনা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। ভুটানের প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সেই অস্থায়ী হেলিপ্যাড এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে।

ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। এর মধ্যে ভালো মাঠের জন্য বেশ সুনাম কুড়িয়েছে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। কিন্তু লিগের মাঝপথে হুট করে মাঠে দুটি হেলিপ্যাড নির্মাণ করার খবর চাউর হওয়ায় মাঠের ভবিষ্যৎ নিয়েই শঙ্কায় পড়ে যায় ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিরা। যার পরামর্শ অনুযায়ী নতুন করে সাজানো হয়েছে স্টেডিয়ামটি, সেই আরামবাগের কোচ মারুফুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন। গতকাল প্রথম আলো অনলাইনে মাঠের ভবিষ্যৎ শঙ্কা নিয়ে প্রকাশিত হয় ‘১০ লাখ টাকার মাঠ হয়ে যাচ্ছে হেলিপ্যাড!।’

স্টেডিয়ামে তা আর হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, ‘স্টেডিয়ামে হেলিপ্যাড নির্মাণের সিদ্ধান্ত আগে নেওয়া হয়নি। কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে হেলিপ্যাড নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে।’ প্রিমিয়ার ফুটবল উপলক্ষে যার পরামর্শ অনুযায়ী প্রায় ১০ লাখ টাকা দিয়ে নতুন করে সাজানো হয়েছিল স্টেডিয়াম, দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকও খুশি, ‘ফুটবল সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাসমূহকে আন্তরিক ধন্যবাদ, স্টেডিয়াম মাঠে হেলিপ্যাড না করার জন্য।’