নাটুকে ম্যাচে চেন্নাইয়ের দুর্দান্ত জয়

দলকে সামনে থেকে নের্তৃত্ব দিয়ে ম্যাচসেরার পুরস্কার পান ধোনি। ছবি: এএফপি
দলকে সামনে থেকে নের্তৃত্ব দিয়ে ম্যাচসেরার পুরস্কার পান ধোনি। ছবি: এএফপি
>আইপিএল-এ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ধোনি। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৭ উইকেটে ১৫১ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে চেন্নাই। ম্যাচসেরা হন মহেন্দ্র সিং ধোনি।

নাটুকে এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের ১৮ রানের দরকার। ৬ বলে ১৮ রান—সহজ নাকি কঠিন! ক্রিকেটের মারমার-কাটকাটের যুগে এসে ১৮ রান তোলা কঠিন, তবে অসম্ভব নয়। কাজটা সহজ করেছেন স্যান্টনার। শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন।

চেন্নাইয়ের ভাগ্য তখন পেন্ডুলামের মতো দুলছিল। রাজস্থান রয়্যালসেরও একই দশা! স্টেডিয়ামের দর্শকদের তখন আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো! ম্যাচের এমন অবস্থায় শেষ ওভারের দায়িত্ব নেন বেন স্টোকস। শেষ ওভারে তিন-চারটা ডট বলই ম্যাচ হেলে যেতে পারত রাজস্থান রয়্যালসের দিকে। কিন্তু স্টোকস শেষ ওভারের চাপটা নিতে পারেননি। ক্রিজে থাকা রবীন্দ্র জাদেজার মাথায় তখন একটাই পরিকল্পনা—শুরু থেকেই মেরে চাপ কমাতে হবে। করলেনও তাই-ই। প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচের সমীকরণ খানিকটা সহজ করে দিলেন। শেষ ওভারের দ্বিতীয় বল স্টোকসের ওভারস্টেপিংয়ের কারণে নো ডাকেন আম্পায়ার। ততক্ষণে ১ রান নিয়ে প্রান্ত বদল করে ক্রিজে আসেন ধোনি। ফ্রি-হিটের বল ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি চেন্নাইয়ের কাপ্তান। কোনোমতে ২ রান নেন। তবে তৃতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় ‘ক্যাপ্টেন কুল’কে। এর আগে অবশ্য ৪৩ বলে ৩ ছক্কা আর ২ চারে ৫৮ রান করেন ধোনি।

আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে ঢোকেন ধোনি। ছবি: এএফপি
আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে ঢোকেন ধোনি। ছবি: এএফপি

ম্যাচ তখনো ৫০-৫০। চতুর্থ বলে শুরু আরেক নাটকের। আম্পায়ার নো বলের সিদ্ধান্ত দিয়ে সেটা পাল্টে ফেলেন! আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে আসেন ধোনি। বেশ কিছুক্ষণ তর্ক-বিতর্কের পরেও নো বলের সিদ্ধান্তে ফিরে যাননি আম্পায়ার। ততক্ষণে চাপে চলে যাওয়া স্টোকস ওভারের শেষ বলে ওয়াইড দিয়ে বসেন। শেষ বলে জায়গা করে নিয়ে স্টোকসকে লং অনে উড়িয়ে মারেন স্যান্টনার। শেষ বলের ছক্কায় যবনিকা টানে সব নাটকের। দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই।

রাজস্থানের ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় চেন্নাই। ২৪ রানের মাথাতে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকা চেন্নাইকে আলোর দিশা দেখান ধোনি-রাইডু। এই জুটির ৯৫ রানের ওপর ভর করেই জয় পায় চেন্নাই। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে ধোনির চেন্নাই। রাইডু ৪৭ বল খেলে ৩ ছক্কা আর ২ চারে ৫৭ রান করে আউট হন।

শুরুতে ব্যাট করতে নেমে খুব একটা বড় সংগ্রহ করতে পারেনি রাজস্থান। বেন স্টোকস (২৮) আর জস বাটলার (২৩) ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই ২০ রানের কোটা পার হতে পারেননি। চেন্নাইয়ের সবাই দুর্দান্ত বোলিং করেছেন। সবচেয়ে খরুচে ছিলেন দীপক চাহার। তবে ৪ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন তিনি। অসাধারণ বোলিং করেছেন জাদেজা। ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়েছেন। শিকার করেছেন ২ উইকেট।