ধোনিও মানুষ!

ধোনির পাশে দাঁড়ালেন সৌরভ। ছবি: এএফপি
ধোনির পাশে দাঁড়ালেন সৌরভ। ছবি: এএফপি
>আইপিএলে গত পরশু রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে মাথা গরম করে আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে মাঠে নেমে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সব সময় ঠান্ডা মাথার অধিনায়ক হিসেবে পরিচিত ধোনির এই কাজে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।

পরিস্থিতি যা-ই হোক, মাঠে এত দিন ঠান্ডা মাথার ধোনিকেই দেখেছে সবাই। কিন্তু সেদিন আইপিএলে খেলার মধ্যে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। আর এতেই পড়েছেন প্রশ্নের মুখে। আন্তর্জাতিক অঙ্গনে এত অভিজ্ঞ একজন ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা না করে পারেননি সাবেক ক্রিকেটার থেকে বিশ্লেষকেরা। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সমালোচনার পথে হাঁটেননি।

গতকাল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ শেষে সাংবাদিকেরা এম এস ধোনির এই কাণ্ড নিয়ে সৌরভের কাছে প্রশ্ন তোলেন। মতামত জানতে চান। কলকাতার ঘরের ছেলে সৌরভ এই মৌসুমে পরামর্শক হিসেবে কাজ করছেন দিল্লির হয়ে। সৌরভ-মন্ত্রে উদ্বুদ্ধ হয়েই গতকাল সেই ২০১২ সালের পর প্রথমবারের মতো কলকাতার মাঠে কলকাতাকে হারিয়ে এসেছে দিল্লি। সংবাদ সম্মেলনে নিজেদের জয় নিয়ে কথা বলা ছাড়াও কথা বলেছেন ধোনি প্রসঙ্গে। আর সেখানে ধোনিকেই সমর্থন দিয়েছেন সাবেক এই অধিনায়ক, ‘ধোনিও মানুষ। অসাধারণ একজন ক্রিকেটার সে। দিন শেষে ওর লড়াকু মানসিকতাই ওকে সবার থেকে আলাদা করে তোলে।’ সাংবাদিকদের কোনো ধরনের মুখরোচক উক্তি দেননি কৌশলী সৌরভ।

এর আগে ধোনিকে একরকম ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জেরকারের টুইট, ‘সব সময়ই ধোনির প্রশংসা করে এসেছি। কিন্তু সে ওভাবে মাঠে ঢুকে সীমা লঙ্ঘন করেছে। সে ভাগ্যবান, কারণ সামান্য জরিমানা দিয়েই পার পেয়ে গেছে।’ ইএসপিএন ক্রিকইনফোর প্রধান সম্পাদক টুইট করেন, ‘কাল রাতে ওভাবে মাঠে ঢুকেও শুধু জরিমানা দিয়ে পার পেয়ে গেছেন ধোনি। কিছু বিষয় আছে, যা কখনোই করতে হয় না। আমরাও অবশ্যই আশা করি, এমন কিছু যেন আর কখনো না ঘটে।’

ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার টুইট, ‘আইপিএলে এবার আম্পায়ারিং বেশ নিম্নমানের। নো বল দিয়ে আবার তা তুলেও নেওয়া হয়েছে। কিন্তু আউট হওয়ার পর ওভাবে মাঠে ঢোকার কোনো অধিকার নেই প্রতিপক্ষ অধিনায়কের। ধোনি বাজে নজির স্থাপন করল।’ সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহও। স্টাইলিশ সাবেক এই ব্যাটসম্যানের টুইট, ‘জানি মালিকপক্ষের তরফ থেকে চাপ থাকে আর অনেক টাকারও ব্যাপার আছে আইপিএলে। কিন্তু দুই অধিনায়কের দুটি ঘটনা খারাপ লেগেছে। অশ্বিন ও ধোনি। দেখে মোটেও ভালো লাগেনি।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বরাবরই ধোনির প্রশংসা করে থাকেন। কিন্তু কালকের ঘটনায় ভনও চুপ করে থাকেননি। সাবেক এই ওপেনারের টুইট, ‘খেলার জন্য এটা মোটেও ভালো নয়। একজন অধিনায়কের ওভাবে ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়ার কোনো সুযোগই নেই।’

চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য ধোনির ওভাবে মাঠে ঢুকে পড়ার ব্যাখ্যা করেছেন। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের ব্যাখ্যা, ‘অধিনায়কের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি, নো বল ডাকা হয়েছে এবং পরে এই সিদ্ধান্ত তুলেও নেওয়া হয়েছে। এম এস (ধোনি) এটার ব্যাখ্যা চেয়েছে। কিন্তু কোনো সদুত্তর না মেলায় সে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে কথা বলেছে। আমি বিষয়টিকে এভাবেই দেখছি এবং বলতে পারব না, সে ঠিক করেছে না ভুল করেছে।’