সুপার লিগ রোমাঞ্চ শুরু হচ্ছে কাল

নাসিরের শেখ জামাল আর মোসাদ্দেকের আবাহনী দুই দলই উঠেছে সুপার সিক্সে। ছবি: প্রথম আলো
নাসিরের শেখ জামাল আর মোসাদ্দেকের আবাহনী দুই দলই উঠেছে সুপার সিক্সে। ছবি: প্রথম আলো
কাল শুরু হচ্ছে সুপার লিগ। অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে থেকে শেষ ছয়ের খেলা শুরু করবে রূপগঞ্জ।


এক পা এক পা করে এগিয়ে ১১ ম্যাচের ১০টিতেই জয়। কাল থেকে শুরু সুপার লিগেও এভাবে খেলেই প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেট লিগ শিরোপা ছুঁয়ে দেখতে চায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ২০ পয়েন্ট নিয়ে তারাই এখন সবার ওপরে। রূপগঞ্জের নিকটতম দুই দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনীর পয়েন্ট ১৬ করে।

৪ পয়েন্টের ব্যবধান নিয়ে সুপার লিগ শুরু করা মানে অনেকটাই এগিয়ে থাকা। দিগন্তে উঁকি দেওয়া শিরোপায় চোখ রেখেই তাই কাল মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার লিগ শুরু করবে রূপগঞ্জ। তবে তাদের সফল কোচ আফতাব আহমেদের দর্শন একটু ভিন্ন। কাল অনুশীলন শেষে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান জানালেন সেটি, ‘আমি প্রথম থেকেই একটা কথা বলে আসছি, শিরোপা জেতার কথা আমরা ভাবিনি। আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো।’

আগের মৌসুমে মোহামেডানের সহকারী কোচ ছিলেন আফতাব। মোহামেডানের বিপক্ষে রূপগঞ্জের ম্যাচটা তাই তার জন্য মর্যাদারও। এটি মর্যাদার ম্যাচ রূপগঞ্জের জন্যও। মোহামেডান কর্মকর্তাদের বিভাজনের কারণেই যে সৃষ্টি এই ক্লাবের! তবে আফতাবের ওই এক কথা। খেলা কার সঙ্গে সেটি নিয়ে ভাবার দরকার নেই। রূপগঞ্জ এগোতে চায় ম্যাচ ধরে ধরে, কার বিপক্ষে খেলছি, সেটি ভাবার দরকার নেই। আমাদের লক্ষ্য হচ্ছে ২ পয়েন্ট। সবাই খুব ভালো খেলেই সুপার লিগে উঠেছে। কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। লক্ষ্য থাকবে ম্যাচটি জিতে পরবর্তী ম্যাচের কথা চিন্তা করা।’

প্রাইম ব্যাংকের কোচ সরওয়ার ইমরানের চোখে রূপগঞ্জের সাফল্যের মূলে একটা দল হয়ে খেলতে পারা। তবে রূপগঞ্জ লিগে এখন পর্যন্ত একমাত্র যে ম্যাচটি হেরেছে, সেটি ওই প্রাইম ব্যাংকের কাছেই। সুপার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেটারদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সেটি। কোচ অবশ্য মনে করছেন, লিগ পর্বে তিন ম্যাচে চোট দলের কাছে হেরে গেলেও তাঁর দল যেকোনো দলের বিপক্ষে জেতার সামর্থ্য রাখে। ‘পরিস্থিতি অনুযায়ী খেলতে পারার মতো ব্যাটসম্যান হয়তো আমাদের একটু কম। তারপরও দলটা ব্যাটিং–নির্ভর। লিগের শুরু থেকে শিরোপা জয়ের জন্যই খেলছে প্রাইম ব্যাংক। সুপার লিগেও আমরা যেকোনো দলকে হারাতে সক্ষম।’

সুপার লিগে আবাহনীর চিন্তাভাবনা সব নিজেদের নিয়েই। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের খেলাটা ঠিকঠাকভাবে খেলতে হবে। সেটি হলে আবাহনীর পক্ষে শিরোপা ধরে রাখাটা অসম্ভব হবে না বলে মনে করেন তাঁদের সহকারী কোচ ফয়সাল হোসেন, ‘আমরা সব ম্যাচে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলব। ড্রেসিংরুমে এটাই বলা হয়েছে ছেলেদের। নিজেদের সেরাটা খেলে সব ম্যাচ জিততে পারলে আমাদেরও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে।’

সুপার লিগের বাকি তিন দলের মধ্যে প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১৪ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডানের পয়েন্ট ১২ করে। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে হয়তো শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে তাদেরও। তবে লিজেন্ডস অব রূপগঞ্জ লিগ পর্বে নিজেদের কাজ অনেকটাই এগিয়ে রাখায় অন্যদের জন্য শিরোপার সমীকরণ মেলানোটা কঠিনই হবে।

আগামীকালের খেলা

ঢাকা প্রিমিয়ার লিগ

সকাল ৯টা

রূপগঞ্জ–মোহামেডান

বিকেএসপি

প্রাইম ব্যাংক–শেখ জামাল

ফতুল্লা

আবাহনী–দোলেশ্বর

মিরপুর