রনবীরের 'এইটিথ্রি' ছবিতে থাকছেন মার্শাল

বাবার মতোই বোলিং অ্যাকশন মালি মার্শালের। ফাইল ছবি
বাবার মতোই বোলিং অ্যাকশন মালি মার্শালের। ফাইল ছবি
>ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয় নিয়ে ছবি হচ্ছে বলিউডে। কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রনবীর সিং। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার ম্যালকম মার্শালের চরিত্রে আছেন তাঁরই ছেলে মালি মার্শাল।

বিশ্বকাপের জ্বর ভালোই কাজে লাগানোর চেষ্টা করছেন এইটিথ্রি চলচ্চিত্রের পরিচালক। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে বানানো এই চলচ্চিত্র নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা। কপিল দেবের চরিত্র ফুটিয়ে তুলতে রনবীর সিং সর্বোচ্চ চেষ্টাই করছেন। পরিচালক কবির খানও চাচ্ছেন যতটা সম্ভব বিশ্বাসযোগ্য করে তুলতে এই ছবিকে। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজ দলের ফাস্ট বোলার ম্যালকম মার্শালের চরিত্রে নেওয়া হয়েছে তাঁরই ছেলে মালি মার্শালকে। কোলন ক্যানসারে ভুগে ১৯৯৯ সালে মারা যান ক্যারিবীয় ফাস্ট বোলার।

রনবীর সিংয়ের ইনস্টাগ্রামে এইটিথ্রি চলচ্চিত্রের ক্ষণগণনা।
রনবীর সিংয়ের ইনস্টাগ্রামে এইটিথ্রি চলচ্চিত্রের ক্ষণগণনা।

ম্যালকম মার্শালের পুত্রের ক্রিকেট ক্যারিয়ার বিখ্যাত বাবার ধারেকাছেও যায়নি। এখন ‘এইটিথ্রি’ ছবির সুবাদে নিজেকে মেলে ধরার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিকে নিয়ে আশাবাদী কবির খান, ‘আমরা মালি মার্শালকে সঙ্গে পেয়ে খুবই উচ্ছ্বসিত। তাঁর বাবা কিংবদন্তি ম্যালকম মার্শালের চরিত্র করবেন মালি। সে কেবল বাবার মতো দেখতে নয়, বোলিং অ্যাকশনও অবিকল একই।’
রনবীর এরই মাঝে এ চলচ্চিত্রের ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। ২০২০ সালের ১০ এপ্রিলের দিন গণনা শুরু করেছেন রনবীর, ‘আজ থেকে এক বছর পর ভারতের সেরা গল্পের অংশ হব সবাই।’
এ চলচ্চিত্রের জন্য অভিনেতারা সবাই মহিন্দর অমরনাথ, কপিল দেব ও বলবিন্দর সিং সান্ধুর অধীনে অনুশীলন করছেন। মালি একা নন, চিরাগ পাতিলও তাঁর বাবা সন্দীপ পাতিলের চরিত্রে অভিনয় করবেন।