ম্যারাডোনা, ক্রুইফরা নন, ভিয়ার সেরা মেসিই

সাবেক সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভিয়া। ছবি : এএফপি
সাবেক সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভিয়া। ছবি : এএফপি
>

বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার কে? স্প্যানিশ তারকা ডেভিড ভিয়ার চোখে তিনি আর কেউই নন, তাঁর সাবেক সতীর্থ লিওনেল মেসি।

বিশ্বের সেরা ফুটবলার কে? অনেকের চোখে লিওনেল মেসি সেরা, কেউবা বলেন ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। একটু প্রাচীনপন্থীরা পেলে, ডিয়েগো ম্যারাডোনা, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কিংবা ইয়োহান ক্রুইফের নাম নেন। এই আলোচনায় এবার অংশ নিলেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া সানচেজ। তাঁর চোখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার আর কেউই নন, তাঁর সাবেক সতীর্থ লিওনেল মেসিই।

২০১০ বিশ্বকাপের ঠিক আগ দিয়ে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় নাম লেখান ভিয়া। সেখানে মেসির সঙ্গে কাটান চার মৌসুম। এই চার মৌসুমে মেসির পাশে খেলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন। মেসির প্রতি ভিয়ার আবেগটাও আসছে সেখানে থেকেই, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেসি। ওর খেলা দেখে এখন আর আশ্চর্যও লাগে না। ও তো এমনই। প্রতিমুহূর্তে ওকে খেলতে দেখা মানে চোখের শান্তি।’

সাবেক ও বর্তমান সব খেলোয়াড়কে মাথায় রেখেই ভিয়া এই সিদ্ধান্ত নিয়েছেন। মেসিকে চোখের সামনে দেখেছেন কয়েকটা বছর। মেসি কীভাবে খেলেন, খেলার প্রতি মেসির অধ্যবসায় কেমন, জয়ের আকাঙ্ক্ষা কেমন, সবকিছুর সাক্ষীই ছিলেন ভিয়া। তাঁর সিদ্ধান্তে তাই এ সবকিছুর প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন ভিয়া, ‘আমি পেলে, ডিয়েগো ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফদের কথা মাথায় রেখেই বলছি। আমি তাঁদের কখনো চোখে সামনে খেলতে দেখিনি। কিন্তু আমি মেসিকে দেখেছি। প্রতিটা দিন, প্রতিটা ম্যাচে। আমার মতে, মেসিই সবার সেরা।’

বার্সেলোনা ছেড়ে বেশ কিছুদিন অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন ভিয়া। অ্যাটলেটিকোতে খেলার পর আর স্পেনে খেলেননি। এখন খেলছেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। সেখানে আন্দ্রেস ইনিয়েস্তা, লুকাস পোডোলস্কি ও সার্জি স্যাম্পারের মতো পরিচিত মানুষের সন্ধান পেয়েছেন তিনি। স্পেন ছেড়ে জাপানে গেলেও প্রিয় সতীর্থের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি ২০১০ বিশ্বকাপে সিলভার বুট জেতা এই স্ট্রাইকারের।