বাংলাদেশ দলকে নিয়ে যেখানে ভয় ফারুকের

>
বাংলাদেশ দল নিয়ে খুশি সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ
বাংলাদেশ দল নিয়ে খুশি সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ

বাংলাদেশ সবচেয়ে সফল ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপে। দুটিতেই প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন ফারুক আহমেদ। এবার দল দেখলেন দূর থেকে। সম্ভাব্য সেরা দলই হয়েছে বলে মনে করছেন তিনি। তবে জাতীয় দলের সাবেক অধিনায়কের ভয় অন্যখানে

কথাটা বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন। নির্বাচকেরাও নানা সময়ে বলেছেন। পরশু ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণার দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন আরেকবার বললেন, ‘আয়ারল্যান্ড সফরের পারফরম্যান্স অবশ্যই গণ্য হবে। যেহেতু ২২ মের আগে একটা সুযোগ আছে (খেলোয়াড় বদলানোর)। এখনই তাই নিশ্চিত থাকা যাবে না।’

সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের আপত্তি এখানেই। যে দুটি বিশ্বকাপে বাংলাদেশ দল সবচেয়ে বেশি সফল, দুটিতেই প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে ফারুক বলছেন, দল নিয়ে যে অনিশ্চয়তায় ভুগছেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট, এটি না পরে বিপদ ডেকে না আনে, ‘আমার মনে হচ্ছে দলটা নিয়ে নির্বাচক, টিম ম্যানেজমেন্ট অনিশ্চয়তায় আছে। এটা ভালো কোনো দিক নয়। এখনো যদি বলা হয় ২২/২৩ মে পর্যন্ত খেলোয়াড় পরিবর্তনের সুযোগ আছে, পরিবর্তন করতে পারি। দেখি কে কী করে, এভাবে বিশ্বকাপ দল হয় না। দ্বিপক্ষীয়-ত্রিদেশীয় সিরিজে হতে পারে, বিশ্বকাপে নয়। ছেলেদের একটা আত্মবিশ্বাস দিতে হবে যে, না, তোমরাই সেরা, তোমাদের নিয়েই আমরা ভালো করব বিশ্বকাপে। এখন যদি বলা হয় আয়ারল্যান্ডে ভালো করলে তুমি বিশ্বকাপে যাবে, না হলে বাদ পড়তে পারো, সেটি হলে খারাপ হওয়ার শঙ্কা থাকে। এতে দূরদর্শিতার অভাব ফুটে উঠেছে।’

তবে যে দলটা হয়েছে, এটি নিয়ে প্রশ্ন নেই ফারুকের। তিনি মনে করেন সম্ভাব্য সেরা দলটাই যাচ্ছে বিশ্বকাপে। ব্যাটিং অর্ডারে গভীরতা, পেস বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন নেই তাঁর। স্পিন আক্রমণে অফ স্পিন নিয়ে একটু চিন্তা থাকলেও ফারুক মনে করেন, এটি নিয়েও খুব বেশি ভাবার নেই। তবে তিনি ঘুরেফিরে ওই ভয়ের কথাটাই বললেন, ‘ফর্ম সব সময় ধর্তব্যে নেওয়া যায় না। যেমন সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ ফর্মে নেই, তাদের বাদ দিয়ে তো দল করা যাবে না। সবাইকে আত্মবিশ্বাসী করতে হবে, যেটি আসবে টপ ম্যানেজমেন্ট থেকে। সেটি সংক্রমিত হবে পুরো দলে। এটির অভাব দেখছি এবার। আশঙ্কা হচ্ছে, যখন দল এমন অনিশ্চয়তার মধ্য দিয়ে যায় (দল পরিবর্তন হতে পারে শেষ মুহূর্তে), তখন ভালো করা কঠিন হয়ে যায়। এটা নিয়েই আমার বড় ভয়। তবুও বলব শুভ কামনা। আশা করি এ দলটাই ভালো খেলবে।’