নোয়াখালী ও ময়মনসিংহে নায়ক দুই ব্রাজিলিয়ান

শেখ রাসেলের জয়ের নায়ক অ্যালেক্স রাফায়েল। ছবি: বাফুফে
শেখ রাসেলের জয়ের নায়ক অ্যালেক্স রাফায়েল। ছবি: বাফুফে
>প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেলকে জিতিয়েছেন ব্রাজিলিয়ান অ্যালেক্স রাফায়েল। ব্রাদার্সকে জিতিয়েছেন এভারটন সুজা সান্তোস।

নোয়াখালীতে অ্যালেক্স রাফায়েল, ময়মনসিংহে এভারটন সুজা সান্তোস। দুই ব্রাজিলিয়ান আজ মিলে গেলেন একই বিন্দুতে। প্রথম জন নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের নায়ক, দ্বিতীয়জন নায়ক হয়েছেন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। নোয়াখালীতে বিজেএমসির বিপক্ষে শেখ রাসেলের ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি অ্যালেক্স রাফায়েলের। ময়মনসিংহে এভারটন নতুন প্রাণ এনেছেন ব্রাদার্সে। তাঁর একমাত্র গোলে আরামবাগকে হারিয়ে লিগে ব্রাদার্স ৯ ম্যাচ পর দেখেছে জয়ের মুখ। যে জয় মোহামেডানকে ১২তম স্থানে ঠেলে ব্রাদার্সকে লিগ টেবিলে রেখেছে ১১তম স্থানে।

একাদশ প্রিমিয়ার লিগটা দুঃস্বপ্নের মতো কাটছিল ব্রাদার্সের। দ্বিতীয় ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয়ের পর মাঝে ৭ হারের সঙ্গে ড্র ২টি। প্রতিদিনই গোমড়া মুখ নিয়ে মাঠ ছাড়ত দলটি। অবশেষে কাল আরামবাগকে তাদেরই ভেন্যু ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে হারিয়ে একটু হাসি নিয়ে ঢাকা ফিরতে পারছে সৈয়দ নঈমউদ্দিনের দল। জয়ের নায়ক এভারটন এর আগেও ব্রাদার্সে খেলেছেন। এবার ফিরে এসে মাঝমাঠে ভালোই খেলছিলেন। তবে গোল পাচ্ছিলেন না চেষ্টা করেও। অবশেষে কাল তাঁর পায়ে প্রথম গোল। ৭৪ মিনিটে গোছানো একটি আক্রমণের পর বক্সের ভেতর থেকে এভারটনের কোনাকুনি শটে ১-০।

ময়মনসিংহে ৮ ম্যাচ খেলে এটি আরামবাগের তৃতীয় হার। আগের দুটি আবাহনী আর শেখ রাসেলের কাছে। ড্র নেই। ৫টিই জয়। কাল হারলেও সার্বিকভাবে হোম ভেন্যুর ভালো সুবিধাই নিতে পেরেছে মারুফুল হকের দল। নিতে পারত কালও। যদি নিপু, পল, ম্যাথিও, রকি গোলের সুযোগ নষ্ট না করতেন।

জয় নিয়ে প্রথম পর্ব শেষ করতে পারা শেষ রাসেল ক্রীড়াচক্রের জন্য বড় স্বস্তির। একমাত্র গোল এসেছে দুই ব্রাজিলিয়ানের যুগলবন্দীতে। অ্যালেক্স রাফায়েলের এটি লিগে দ্বিতীয় গোল। প্রথম গোলটা করেছিলেন আবাহনীর বিপক্ষে, যে ম্যাচে জিতেছে শেখ রাসেল। অ্যালেক্স রাফায়েল বসুন্ধরা ম্যাচে নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি। সেই ম্যাচ ছাড়া প্রথম পর্বের বাকি ১১টি ম্যাচই খেলেছেন। খেলেন রাইট উইংয়ে। কাল ৪৩ মিনিটে গোলটি এসেছে বাঁ প্রান্ত থেকে নাইজেরিয়ান রাফায়েলের গড়ানো পাসে।