শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন

শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ধিক্কার জানিয়েছেন ক্রীড়া তারকারা। ছবি: এএফপি
শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ধিক্কার জানিয়েছেন ক্রীড়া তারকারা। ছবি: এএফপি
>

সন্ত্রাসী হামলার শিকার হয়েছে শ্রীলঙ্কা। শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা।

শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদ্‌যাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৫৬ হয়েছে। নিহত লোকজনের মধ্যে ৩৫ জন বিদেশি। এএফপির খবরে পুলিশ এ তথ্য জানিয়েছে। হাসপাতাল ও পুলিশের বরাত দিয়ে রয়টার্স বলছে, ঘটনায় আহত মানুষের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। ঘৃণ্য এই হামলার প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা।

শ্রীলঙ্কার মতো সুন্দর একটা দেশে যে এই অবস্থা হতে পারে, তা যেন মানতেই পারছেন না সাবেক ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন ও সাবেক লঙ্কান কোচ টম মুডি। পিটারসেন লিখেছেন, ‘শ্রীলঙ্কা সবচেয়ে সুন্দর একটা দেশ, মানুষগুলোও দুর্দান্ত। খবরটা শুনে হৃদয় ভেঙে গেল!’ একই হতাশা ঝরেছে মুডির কণ্ঠ থেকেও, ‘এত সুন্দর একটা দেশ, কিন্তু কতই না কষ্ট সহ্য করতে হয়েছে দেশটাকে! প্রার্থনা করি তাঁদের জন্য, যাঁরা আক্রান্ত হয়েছেন এই ঘটনায়!’

আক্রান্ত সবার প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, ‘শ্রীলঙ্কার খবর শুনে আমি মর্মাহত। এই ঘটনায় যাঁরা আক্রান্ত, সবার প্রতি সমবেদনা জানাই।’ একই ভাষায় সমবেদনা জানিয়েছেন ইংলিশ অধিনায়ক এওইন মরগান। সমবেদনা জানিয়েছেন ভারতের ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মাও, ‘প্রার্থনা শ্রীলঙ্কার জন্য। অনেক সুন্দর একটা দেশ।’ বিশ্বে সন্ত্রাসবাদ কেন এত বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন না ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা, ‘কী হচ্ছে এসব বিশ্বে! ঈশ্বর আমাদের সহায় হোন!’ একই হতাশা ঝরেছে ইংলিশ ক্রিকেট তারকা স্যাম বিলিংসের কণ্ঠ থেকেও, ‘কী হচ্ছে এসব! শ্রীলঙ্কার সবার প্রতি সহানুভূতি জানাই।’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিংয়ের কণ্ঠ। শচীন বলেছেন, ‘শ্রীলঙ্কার বিভিন্ন অংশে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি দুঃখিত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ঘৃণা ও সন্ত্রাসবাদ কখনোই ভালোবাসা ও মহানুভবতাকে হারাতে পারবে না।’ যুবরাজ বলেছেন, ‘শ্রীলঙ্কার বোমা হামলার খবর শুনে অনেক কষ্ট পাচ্ছি, বিস্মিত হয়েছি। ঘৃণার আসলে কোনো সীমা-পরিসীমা নেই। পুরো জাতির জন্য আমার সমবেদনা ও প্রার্থনা। শক্ত থাকো, শ্রীলঙ্কা!’ ভি ভি এস লক্ষ্মণ বলেছেন, ‘শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় আমি শোকস্তব্ধ। শ্রীলঙ্কার মানুষদের জন্য আমার প্রার্থনা, তারা কঠিন সময় কাটাচ্ছে।’ টুইটারে সমবেদনা জানিয়েছেন হরভজন সিংও, ‘শ্রীলঙ্কায় হামলার ঘটনায় আমি বাকরুদ্ধ। শোকাহতদের প্রতি সমবেদনা জানাই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এরা ছাড়াও সমবেদনা জানিয়েছেন মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না ও হার্শা ভোগলে।

এ ছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস ও সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ সমবেদনা জানিয়েছেন। মুম্বাই লিখেছে, ‘প্রার্থনা তাদের জন্য, যাদের শ্রীলঙ্কার হামলায় ক্ষতি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সংকটময় মুহূর্তে আমরা তাদের পাশেই আছি।’

ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালও পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার, ‘শ্রীলঙ্কা, তোমাদের কথা ভাবছি আমরা!’