মুশফিকের প্রশ্ন, পৃথিবীর কোথাও কি নিরাপদ নয়?

সন্ত্রাসী হামলায় লন্ডভন্ড হয়ে যাওয়া গির্জার ছবিটি টুইট করেছেন মুশফিকুর রহিম।
সন্ত্রাসী হামলায় লন্ডভন্ড হয়ে যাওয়া গির্জার ছবিটি টুইট করেছেন মুশফিকুর রহিম।
>শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার খুব কাছ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একটি নৃশংস ঘটনার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, খুব কাছ থেকে উপলব্ধি করতে পেরেছেন ক্রিকেটাররা। এক মাস পেরোতেই আরও বড় সন্ত্রাসী হামলার শিকার ক্রিকেটের জন্য পরিচিত শ্রীলঙ্কা। ইস্টার সানডে উদ্‌যাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণ্য এই হামলার প্রতিবাদ ও হতাহত মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

ক্রিকেটের সুবাদে শ্রীলঙ্কায় যাওয়া–আসা আছে বাংলাদেশের ক্রিকেটারদের। ফলে দেশটি সম্পর্কে তাঁদের ভালোই জানা। শ্রীলঙ্কার মতো সুন্দর একটা দেশে যে এই অবস্থা হতে পারে, তা যেন মানতেই পারছেন না মুশফিকুর রহিম। টুইট করে জিজ্ঞাসা, পৃথিবীর কোথাও কি নিরাপদ নয়, ‘এটা খুবই জঘন্য। এই ধরনের খবর আর শুনতে চাই না। সব মানুষ ও পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি। বিশ্বের কোনো স্থান কি নিরাপদ নয়?’

শ্রীলঙ্কার এই ঘটনা স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালকে, ‘শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের কারণে অনেক মৃত্যুর সংবাদ আমাকে স্তব্ধ করে দিয়েছে। এই ধরনের নৃশংস কর্মকাণ্ডের পৃথিবীতে কোনো স্থান নেই এবং আমাদের ভালোবাসায় ও মহানুভবতার কোনো পরিবর্তন হবে না।’ একই টুইটের শেষে হ্যাশ ট্যাগ দিয়ে শ্রীলঙ্কার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন তামিম। শুধু বাংলাদেশই নয়; শ্রীলঙ্কার ঘৃণিত হামলার প্রতিবাদ জানিয়েছে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন।