ওয়ার্নাররা দেশে ফিরছেন বলেই ফিরছেন না সাকিব

সাকিব আইপিএলে দু-একটি ম্যাচ খেলেই আসতে চান দেশে।
সাকিব আইপিএলে দু-একটি ম্যাচ খেলেই আসতে চান দেশে।
সাকিব টানা আট ম্যাচে হায়দরাবাদের সাইড বেঞ্চে বসে আছেন। বিসিবি জানিয়েছিল, ২২ এপ্রিল সাকিব চলে আসবেন বাংলাদেশে। হঠাৎ সিদ্ধান্ত বদলেছেন বাঁহাতি অলরাউন্ডার


বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান কাল হঠাৎই বললেন, ‘সাকিব (আল হাসান) তো আপাতত আসছে না।’ আসছেন না, কিন্তু কেন? হঠাৎই হায়দরাবাদের হয়ে আইপিএলে ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ অলরাউন্ডারের।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কালকের ম্যাচটি খেলেই ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে যাবেন হায়দরাবাদের ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। এ মাসের শেষের দিকে ডেভিড ওয়ার্নারও একই কারণে ফিরে যাবেন অস্ট্রেলিয়ায়। এ অবস্থায় সাকিবকে ছাড়তে রাজি নয় তাঁর ফ্র্যাঞ্চাইজি। বিদেশি খেলোয়াড় কমে গেলে সাকিবকে তখন প্রয়োজন পড়বে, এখন যতই তাঁর জায়গা না-হোক একাদশে।
বিসিবির ক্রিকেট পরিচালনাপ্রধান আকরাম খান জানালেন, সাকিব বাংলাদেশে এসে দুদিন অনুশীলন করে ১ মে দলের সঙ্গেই আয়ারল্যান্ডে যাবেন। তাঁর দেশে ফেরার সম্ভাব্য তারিখ ২৮ এপ্রিল। সে হিসেবে সাকিবের সুযোগ আছে শুধু কাল চেন্নাই সুপার কিংস ও ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দুটি খেলার।

কথা ছিল, আজই হায়দরাবাদ থেকে ঢাকায় চলে আসবেন সাকিব। মিরপুরে বিশ্বকাপের প্রস্তুতিতে যোগ দেবেন আজকালের মধ্যে। বদলেছে তাঁর পরিকল্পনা। আইপিএল থেকে সাকিব ঢাকায় ফিরবেন আরও কয়েক দিন পর। ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি রেখে আইপিএলের ম্যাচ খেলার মধ্যে অবশ্য নেতিবাচক কিছু দেখছেন না আকরাম, ‘ওর আইপিএলে ম্যাচ খেলার একটা সুযোগ তৈরি হয়েছে। আমাদেরও মনে হয়েছে, ও যদি ওখানে দুটি ম্যাচ খেলে আসে, সেটা ওর জন্যই ভালো হবে।’

এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪২ রানে নেন ১ উইকেট। সে ম্যাচে সুযোগ হয়নি ব্যাটিংয়ের। হায়দরাবাদ এরপর আরও ৮ ম্যাচ খেললেও কোনোটিতেই খেলা হয়নি তাঁর। আজ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সংবাদ সম্মেলনেও এসেছে সাকিব-প্রসঙ্গ। ওয়ালশ বলেছেন, ‘ও (সাকিব) আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে আমরা এখনো আশাবাদী, ও খেলবে। ওখানকার কন্ডিশন এবং পরিবেশে এক-দুটি ম্যাচ খেলে আসতে পারলে ওর জন্যই ভালো। ম্যাচ ফিটনেসটাই এই মুহূর্তে তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ও চোটে পড়েছিল এবং বেশ কিছুদিন ধরে অনুশীলনের মধ্যে আছে।’