পন্ত-তাণ্ডবে আড়ালে রাহানের সৌন্দর্য

দুর্দান্ত পন্তে জয় পেয়েছে দিল্লি। ছবি: এএফপি
দুর্দান্ত পন্তে জয় পেয়েছে দিল্লি। ছবি: এএফপি

আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন অজিঙ্কা রাহানে। সে আনন্দটা ম্যাচ শেষ হতে হতেই হাওয়া রাহানের। পন্তের দুর্দান্ত এক ঝড়ে হার মেনেছেন রাহানে। তাঁর দল রাজস্থান রয়্যালসও দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে ৬ উইকেটে।

ডায়মন্ড ডাক দিয়ে ইনিংস শুরু হয়েছিল রাজস্থান রয়্যালসের। কোনো বল খেলার আগেই ননস্ট্রাইকিং প্রান্তে রানআউট সঞ্জু স্যামসন। সে আউটে কিছুটা হলেও অবদান ছিল রাহানের। সে দুঃখটা দুর্দান্ত স্ট্রোক প্লেতেই ভুলেছেন রাহানে। কবজির ব্যবহারে একের পর এক শট খেলেছেন। অপর প্রান্তে থাকা স্টিভ স্মিথের ব্যাটিংও বড্ড কর্কশ ঠেকেছে তাঁর তুলনায়। দুজনের ব্যাটিংয়ের ধরন ভিন্ন হলেও রানটা পাল্লা দিয়েই তুলেছেন। ১১তম ওভারেই তাই ১০০ পেরিয়ে পেয়ে গেল দলটি। ১৫তম ওভারে দেড় শও ছুঁল সে দলটাই শেষ ৫ ওভারে মাত্র ৪১ রান তুলল। ১৩০ রানের জুটি গড়ে স্মিথ (৫০) আউট হওয়ার পর আর কেউই রাহানেকে সঙ্গ দিতে পারেননি। এক প্রান্তে রয়ে গেছেন রাহানে। অন্য প্রান্তে ঝড় তুলতে পারেননি কেউই। আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসে ৬৩ বলে ১০৫ রান করেছেন রাহানে।

দিল্লি ক্যাপিটালসের ইনিংস তাদের মতোই এগিয়ে। আর প্রতিদিনের মতোই দুর্দান্ত শুরু করেছে তারা। ৭ ওভার পর্যন্ত ওভারপ্রতি ১০ রান তুলেছে তারা। ২৫ বলে ফিফটি ছোঁয়া শিখর ধাওয়ান (৫৪) আউট হওয়ার পর হঠাৎ ধাক্কা খেল দলটি। পরের ওভারে ফিরেছেন অধিনায়ক আয়ার। ম্যাচটা দিল্লির নাগালে এসেছে ঋষভ পন্তের সুবাদে। রান রেটটা সব সময় নাগালের মধ্যে রেখেছেন পন্ত। অন্যপ্রান্তে পৃথ্বী শ স্বভাববিরুদ্ধ ব্যাট করছিলেন। ৩৯ বলে ৪২ করে শ ফিরলেও দিল্লির জয়টা সহজ করে দিয়েছেন পন্ত। ৬ চার ও ৪ ছক্কায় ৩৬ বলে ৭৮ রানের আরকটি পন্তীয় ইনিংস খেলে ৪ বল আগেই ম্যাচ শেষ করে এসেছেন পন্ত।