'ভারতের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান'

>
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের সুখস্মৃতি আত্মবিশ্বাসী করছে পাকিস্তানকে। ফাইল ছবি, এএফপি
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের সুখস্মৃতি আত্মবিশ্বাসী করছে পাকিস্তানকে। ফাইল ছবি, এএফপি

 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান বাড়তি সুবিধা পাবে বলেই মনে করেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে থাকবে পাকিস্তান? সরফরাজ আহমেদ সেটিই মনে করেন। পাকিস্তানি অধিনায়কের এই আত্মবিশ্বাসের মূল কারণ ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে কোহলির দল যে হেরেছিল ১৮০ রানে! সে ম্যাচের স্মৃতিই আসছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটিতে পাকিস্তান দলের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন তিনি।

বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ইংল্যান্ডের মাটিতেই। তাই ইংলিশ-আবহটা আগেভাগেই পেয়ে যাচ্ছে পাকিস্তান। ৩০ মে থেকে শুরু বিশ্বকাপ, কিন্তু দল ইংল্যান্ডে চলে যাচ্ছে প্রায় মাসখানেক আগে। সে কারণেই হয়তো ‘ভালো করব’ এই বিশ্বাসটা প্রবল পাকিস্তান দলের অধিনায়কের মধ্যে,‘আমরা বিশ্বকাপে খেলব, প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েই। আমরা বিশ্বকাপে তাই ভালো করার ব্যাপারে আশাবাদী। ইনশা আল্লাহ, পাকিস্তান বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলবে।’

এবারের ২০১৯ বিশ্বকাপে ফেবারিটের তালিকায় পাকিস্তানের নাম নেই। এটি তাদের জন্য একটা সুবিধা বলেই মনে করেন সরফরাজ, ‘ফেবারিট তকমা কখনোই আমাদের জন্য ভালো হয়নি। আমরা বিশ্বকাপটা আন্ডারডগ হিসেবে খেলতে পেরেই খুশি।’

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি নিয়ে অনেক আগে থেকেই আলোচনা ও বিতর্ক। গত ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসীদের হামলায় ভারতের ৪০জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। ভারতীয়রা এই হামলায় পাকিস্তানের হাত আছে বলে তাদের সঙ্গে সব ধরনের ক্রীড়া সম্পর্কই ছিন্ন করার পক্ষে বলছেন। এমনকি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও বর্জনের পক্ষে অনেকেই। সে কারণে এই ম্যাচটি অন্য মাত্রা পাচ্ছে। সরফরাজ এই ম্যাচটিকে বাড়তি কিছু না মানলেও ভেতরে-ভেতরে যে তিনি তাতিয়ে আছেন, সেটা অনুমান করা যাচ্ছেই, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি যে ধরনের মনোযোগ নিয়ে খেলব, বিশ্বকাপের বাকি আটটি ম্যাচেও আমাদের ঠিক সে ধরনের মনোযোগই থাকবে। ভারতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা হারিয়েছি এই ইংল্যান্ডের মাটিতেই। সে কারণেই আমরা এই ম্যাচটায় মাঠে নামব বাড়তি সুবিধা নিয়েই।’