ওয়েস্ট ইন্ডিজে আছেন গেইল-রাসেল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের চমক বলা যেতে পারে আন্দ্রে রাসেল। গত বিশ্বকাপের পর দলের জার্সি গায়ে স্রেফ একটা ওয়ানডেই যে খেলেছেন রাসেল। সেটা ২০১৮ সালের জুলাইয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের শেষ দুই ওয়ানডেতে ডাক পেয়েও চোটের কারণে খেলা হয়নি। আইপিএল মাতাচ্ছেন কলকাতার হয়ে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ২০১৯ বিশ্বকাপে আস্থা রাখতে চাইছে রাসেলের ওপরই। 

৩০ মে শুরু হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপে অনুমিতভাবেই আছেন অভিজ্ঞ ক্রিস গেইল। এটাই সম্ভবত এই জ্যামাইকানের শেষ বিশ্বকাপ। দলে ডাক পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। চোট থেকে ফিরে ১৫ জনের দলে জায়গা করে নিয়েছেন ওপেনার এভিন লুইস।
প্রথম দুই আসরের শিরোপা জয়ীদের দলে জায়গা হয়নি সুনিল নারাইনের। বাদ পড়েছেন অভিজ্ঞ দুই খেলোয়াড় কাইরন পোলার্ড ও মারলন স্যামুয়েলস।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ দল:

জেসন হোল্ডার (অধিনায়ক)
ক্রিস গেইল
আন্দ্রে রাসেল
এভিন লুইস
ড্যারেন ব্রাভো
কার্লোস ব্রাথওয়েট
শিমরন হেটমায়ার
শাই হোপ (উইকেট রক্ষক)
নিকোলাস পুরান (উইকেট রক্ষক)
অ্যাশলে নার্স
কেমার রোচ
ওশানে থমাস
শেল্ডন কট্রেল
ফ্যাবিয়ান এলেন
শ্যানন গ্যাব্রিয়েল