'আমরা ৩৩টি লিগ শিরোপা জিতেছি, বার্সা জিতেছে কতগুলো'?

রিয়াল কোচ জিনেদিন জিদান। ছবি: এএফপি
রিয়াল কোচ জিনেদিন জিদান। ছবি: এএফপি
আগামী মৌসুমে লা লিগা জেতাই হবে রিয়াল মাদ্রিদের প্রথম লক্ষ, জানালেন দলটির কোচ জিনেদিন জিদান


রিয়াল মাদ্রিদের জন্য মৌসুম শেষ হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার সঙ্গে লিগ শিরোপা দৌড়েও নেই জিনেদিন জিদানের দল। লিগ টেবিলে তৃতীয় রিয়ালের চেয়ে ১৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। লিগ জেতাটা এখন বার্সার জন্য স্রেফ সময়ের ব্যাপার। এমন পরিস্থিতির মধ্যেই আজ রাতে গেটাফের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে রিয়াল এবার তো লিগ জিততে পারল না, আগামী মৌসুমে কি পরিকল্পনা? জিদান জানালেন, আগামী মৌসুমে লিগ জেতাই হবে প্রথম লক্ষ্য।

৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। তাদের সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ, ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল। এবার ২৬তম লিগ শিরোপা জয়ের দোর গড়ায় রয়েছে বার্সা। শেষ পাঁচ মৌসুমে এটি হবে তাঁদের চতুর্থ লিগ শিরোপা। ঘরোয়া টুর্নামেন্টে সাম্প্রতিক মৌসুমগুলোয় রিয়াল যে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে পেরে উঠছে না সে কথা বলাই বাহুল্য। জিদান কথাটা স্বীকার করে নিলেও প্রশ্ন ছুড়লেন, বার্সা কতগুলো জিতেছে?

লা লিগা শিরোপাকে রিয়ালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন জিদান। সাম্প্রতিক বছরগুলোয় লিগে বার্সার আধিপত্য রিয়ালের মর্যাদাকে এতটুকু খাটো করতে পারবে না বলেও মনে করেন দলটির এই কোচ। সংবাদমাধ্যমকে জিদান বলেন, ‘লা লিগা খুব গুরুত্বপূর্ণ। এটা দৈনন্দিন ব্যাপারগুলোর মতো। আগামী মৌসুমে এটাই হবে আমাদের প্রথম লক্ষ।’ এরপর জিদানের প্রশ্ন, ‘আমরা ৩৩টি শিরোপা (লিগ) জিতেছি, বার্সা কতগুলো জিতেছে?’

বার্সার সাম্প্রতিক আধিপত্য স্বীকার করে নিলেও রিয়ালের সমৃদ্ধ ইতিহাসকেই বড় করে দেখছেন জিদান, ‘এটা সত্য যে গত কয়েক বছরে ওরা দারুণ করছে। আমাদের তা স্বীকার করতেই হবে। কিন্তু আমাদের ইতিহাসে আরও অনেক বেশি শিরোপা আছে। আমার কাছে লড়াইয়ের জন্য এটাই (লা লিগা) সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা।’