ধোনি না থাকলে এ কোন চেন্নাই!

ধোনি না থাকায় কাল কিপিং করেন আম্বাতি রাইড়ু। ছবি: এএফপি
ধোনি না থাকায় কাল কিপিং করেন আম্বাতি রাইড়ু। ছবি: এএফপি
>মহেন্দ্র সিং ধোনি না থাকলে চেন্নাই যেন জিততে ভুলে যায়!

জ্বরে ভোগায় কাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তাঁর অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের হয়ে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন আম্বাতি রাইড়ু। ক্রিকেটপ্রেমীরা তাঁকে নিয়ে মজা করতে ছাড়েননি। আকাশ চোপড়ার মতো ভারতের সাবেক ব্যাটসম্যান ও বিশ্লেষকও টুইট করেন, ‘ধোনির অনুপস্থিতিতে রাইড়ুর হাতে গ্লাভস। খেলায় আরেকটি মাত্রা যোগ করল।’ আরেকজনের টুইট, ‘আম্বাতি রাইড়ু কিপিং করছে। এই লোকটা এম এস কে প্রসাদের মতোই ত্রিমাত্রিক।’

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি রাইড়ুর। তাঁকে বাদ দিয়ে বিজয় শংকরকে দলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে ভারতের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ যুক্তি দিয়েছিলেন, বিজয় শংকর ‘ত্রিমাত্রিক’ ক্রিকেটার। আর রাইড়ু বাদ পড়ার কদিন পর নির্বাচকদের খোঁচা দিয়ে টুইট করেছিলেন, ‘বিশ্বকাপ দেখতে ত্রিমাত্রিক চশমা কিনেছি।’ চেন্নাইয়ের এই ব্যাটসম্যানকে কাল ধোনির অনুপস্থিতিতে নতুন ভূমিকায় দেখে মজা করার লোভটা ছাড়তে পারেনি ক্রিকেটপ্রেমীরা। তবে ধোনি না থাকলে মাঠের লড়াইয়ে চেন্নাইকে বেশির ভাগ সময় যে ফল দেখতে হয়, কাল তা–ই ঘটেছে। মুম্বাইয়ের কাছে ৪৬ রানে হেরেছে সুরেশ রায়নার দল।

আইপিএলে ধোনিকে ছাড়া এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে চেন্নাই। এর মধ্যে চার ম্যাচেই দলটি হেরেছে। ২০১০ আইপিএলে ধোনিকে ছাড়া তিন ম্যাচ খেলেছে চেন্নাই। সাবেক দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও পাঞ্জাব ও বেঙ্গালুরুর বিপক্ষে পরের দুটি ম্যাচে হারতে হয়। আর এবার ধোনিকে ছাড়া এ পর্যন্ত দুই ম্যাচে মাঠে নেমে জয়ের মুখ দেখেনি গতবারের চ্যাম্পিয়নরা।

কাল আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫৫ রান তুলেছিল মুম্বাই। ৪৮ বলে ৬৭ রান করেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। তাড়া করতে নেমে চেন্নাই গুটিয়ে গেছে মাত্র ১০৯ রানেই। সর্বোচ্চ ৩৮ রান করেন মুরালি বিজয়। ৩৭ রানে ৪ উইকেট নেন মুম্বাই পেসার লাসিথ মালিঙ্গা। হারলেও ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চেন্নাই। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মুম্বাই।