বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা জানালেন আশরাফুল

বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারবে বাংলাদেশ? ফাইল ছবি
বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারবে বাংলাদেশ? ফাইল ছবি

স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, আয়ারল্যান্ড সিরিজও দোরগোড়ায়। বিশ্বকাপের আগমনীধ্বনি শোনা যাচ্ছে ভালোভাবেই। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে যাচ্ছে বাংলাদেশ। আসলেই কি সেমিতে খেলতে পারবে বাংলাদেশ, নাকি গ্রুপ পর্বেই থামতে হবে। এমন সব কৌতূহল মেটানোর চেষ্টা করেছেন তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ আশরাফুল।

বিশ্বকাপে এবারই সবচেয়ে অভিজ্ঞ দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবু এ বিশ্বকাপে বাংলাদেশের কাজটা কঠিন বলে মানছেন আশরাফুল। কারণটাও ব্যাখ্যা করেছেন, ‘আমি বলব এটাই সবচেয়ে অভিজ্ঞ দল। পাঁচজন ক্রিকেটার আছেন যাঁরা ১২ বছরের ওপরে খেলছেন। গত তিন বিশ্বকাপে আমরা তিনটা করে জয় পেয়েছিলাম। যেহেতু এবারের ফরম্যাট একটু ভিন্ন, এবারে যদি সেমিফাইনালে যেতে হয়, আমাদের কমপক্ষে ৫-৬টা ম্যাচ জিততে হবে। ওই দিক থেকে চিন্তা করলে সেমিফাইনাল খেলা একটু কঠিন হয়ে যাবে।’

এ ছাড়া বোলারদের অবস্থা চিন্তা করেও বাংলাদেশের খুব একটা আশা দেখছেন না আশরাফুল, কন্ডিশন বিবেচনা করলে আমাদের বেশির ভাগ বোলারদের চোটের সমস্যা আছে। যে ধরনের উইকেটে খেলা হবে সেখানে আসলে ভালো বোলিং না করলে ম্যাচ জেতা কঠিন হবে। ফলাফল গত তিন বিশ্বকাপের মতো হওয়া কঠিন হবে। কারণটাও বলে দিয়েছেন, ‘যে ধরনের উইকেটে খেলা হবে এবং আমাদের বোলারদের যে গতি, এই জায়গায় মনে হয় আমরা একটু পিছিয়ে থাকব। আমাদের শুধু রুবেল ১৪০-এ বল করতে পারে, বাকিরা ১৩০-১৩৫ এই রকম। তারপরও দেড় মাস সময় আছে। আমাদের একটা সুবিধা মাশরাফি অধিনায়ক। কারণ, সে সেরা ক্যাপ্টেন। ভালো নেতা থাকলে এই সব ছোটখাটো জিনিস কাটিয়ে ওঠা যায়। সিনিয়ররা যদি সেরা দিতে পারে এবং জুনিয়ররা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, তাহলে ভালো কিছু আশা করতে পারি। কিন্তু ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলে একটু কঠিন।’

আশরাফুল তাই ব্যাটসম্যানদের ওপরই ভরসা রাখছেন, ‘মুশফিক, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ...ওরা কিন্তু এটা নিয়ে চারটা বিশ্বকাপ খেলবে। এবং ওরা কিন্তু সেরা মুহূর্তে আছে। এই একটা সুবিধা। ওরা যদি সেরাটা দিতে পারে, ওদের দিনে একাই ম্যাচ জেতাতে পারে। ওরা যদি বিভিন্ন দিনে সেরাটা দিতে পারে এবং বাকিরা যদি অবদান রাখে; তাহলে আমি মনে করি যেকোনো দলের বিপক্ষে আমরা জিততে পারব।’

বিশ্বকাপে দলকে নতুন কিছু ভাবার কথা বলছেন আশরাফুল। ইংল্যান্ডে বিশ্বকাপ ২০১৯ বলে প্রতিটি দলই পেস আক্রমণ নিয়ে ভাবছে। চার–পাঁচজন পেসার নিয়ে যাচ্ছেন সবাই। অলরাউন্ডার হিসেবেও পেস বোলিং অলরাউন্ডাররা বেশি সুযোগ পেয়েছেন। কিন্তু বাংলাদেশ দলের কথা চিন্তা করে স্পিন দিয়ে অন্যদের চমকে দেওয়ার কথা ভেবে দেখতে বলছেন আশরাফুল, ‘আমার মনে হয় স্পিন নিয়ে আক্রমণে যাওয়া উচিত। কারণ, পেস আক্রমণ নিয়ে ওদের সঙ্গে আক্রমণ অতটা ভয়ংকর হবে না যতটা স্পিনে হবে। যে দুজন আছে, সাকিব ও মিরাজ। দুজনই আমাদের ঘরের মাঠে ভালো পারফরম্যান্স করে যাচ্ছে। এখন ভালো ব্যাটিং উইকেটে আমাদের বোলাররা কেমন করে সেটা দেখার বিষয়। নিউজিল্যান্ডে দেখেছি ব্যাটিং উইকেট ছিল, সেখানে স্পিন বোলারদের ভ্যারিয়েশন না থাকলে কাজটা কঠিন। যেটা রশিদ, মুজিব, কুলদীপ, চাহালদের আছে। ভালো ব্যাটিং উইকেটে যদি স্পিন করাতে পারে তাহলে সেটা কিন্তু বিপজ্জনক।’

তাহলে কি বাংলাদেশের সম্ভাবনা নেই? না, আছে। আশরাফুল নিজেই বাতলে দিয়েছেন সে পথ, ‘যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে সবাই আমরা ধরে নিচ্ছি শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দলের বিপক্ষে হয়তো বা আমাদের জিততে হবে।’