সতীর্থরা কথা শোনে না: নেইমার

দলের হারের পর ক্ষোভ লুকাতে পারেননি নেইমার। ছবি: এএফপি
দলের হারের পর ক্ষোভ লুকাতে পারেননি নেইমার। ছবি: এএফপি

মেজাজ যে কতটা খারাপ সেটা ম্যাচ শেষেই বোঝা গেছে। এক সমর্থকের খোঁচা সহ্য করতে না পেরে আঘাত করেছেন নেইমার জুনিয়র। মেজাজ খারাপ হতেই পারে, এ নিয়ে টানা দ্বিতীয়বার দলের চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন শেষ ষোলোতে থেমে যেতে দেখেছেন। দুবারই চোটের কারণে বাইরে থাকায় কিছু করার সুযোগ পাননি। এবার তো লিগ শিরোপা জয়েও অবদান রাখতে পারেননি। চোট থেকে যেদিন ফিরেছেন, সেদিন ম্যাচের আগেই শিরোপা জিতেছে পিএসজি। আর কাল গোল করেও ফ্রেঞ্চ কাপ জিততে পারেননি নেইমার


চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর থেকেই ঘরোয়া ‘ডাবল’ জেতার স্বপ্নে বিভোর ছিল পিএসজি। লিগ তো জেতা হয়ে গেছেই, ফরাসি কাপ জিতলেই ডাবল হয়ে যেত নেইমারদের। কিন্তু তা আর হলো কোথায়? রেনেঁর কাছে পেনাল্টিতে হেরে কাপ জয়ের শিরোপা বিসর্জন দিয়েছে পিএসজি। প্রথমার্ধের ২১ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। ১৩ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেস, পরের গোলটা করেন নেইমার। এরপরই আড়মোড়া ভেঙে জেগে ওঠে রেনেঁ। ৪০ মিনিটে আত্মঘাতী গোল করেন পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। ৬৬ মিনিটে রেনেঁকে সমতায় ফেরান মোজাম্বিকের সেন্টারব্যাক মেক্সার। পরে ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৬-৫ ব্যবধানে পিএসজিকে হারায় রেনেঁ।

ম্যাচের পর তাই ক্ষোভ আর লুকাননি নেইমার। দলের ব্যর্থতার দায় তরুণ খেলোয়াড়দের ঘাড়ে ফেলেছেন। তাঁদের আচরণের কড়া সমালোচনা করে বলেছেন, ‘ড্রেসিংরুমে আমাদের আরও বেশি পুরুষালি আচরণ করতে হবে, আমাদের আরও সংঘটিত হতে হবে। আমি অনেক তরুণ খেলোয়াড়কেই দেখছি যারা ঠিক পথ হারায়নি, কিন্তু কানের চেয়ে মুখ বেশি ব্যবহার করে।’

কিছুদিন আগেই নেইমারের জাতীয় দল সতীর্থ দানি আলভেজ এমন কিছু বলেছিলেন। সাবেক ক্লাবগুলোর হয়ে সম্ভাব্য সবকিছু জেতা আলভেজ বলেছিলেন, তাঁর কথা শোনা উচিত ক্লাবের। কারণ জেতার অভিজ্ঞতাটা অনেক কাজে লাগে। নেইমার অবশ্য তেমন ইঙ্গিত দেননি। তাঁর দাবি, দলের তরুণ খেলোয়াড়েরা কারও কথাই শুনছে না। অভিজ্ঞদের কথা না শুনে নিজেরাই নাকি মতামত দেওয়ার চেষ্টা করে এ দলের তরুণেরা, ‘ওদের কথা বলার চেয়ে শোনা উচিত বেশি। যখন অভিজ্ঞ কেউ কথা বলে, তখন তারা উল্টো জবাব দেয়। কোচ যখন কথা বলে তখন পাল্টা বলে। এভাবে একটা দল চলতে পারে না। আমাদের অভিজ্ঞতা বেশি, তাই আমাদের আরেকটু বেশি সম্মান করা উচিত, আরেকটু বেশি কথা শোনা উচিত। আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমাকেও এটা করতে হয়েছে।’

এ মৌসুমে ঘরোয়া দুটি কাপের শিরোপাই হারিয়েছে পেসজি। নেইমারের ক্ষোভের কারণ তাই বোঝা যাচ্ছে। তবে নেইমারের এই তরুণদের তালিকায় কারা, সেটা বোঝা যাচ্ছে না। দলে নিয়মিত দেখা গেছে শুধু প্রেসনেল কিমপেম্বে ও ক্রিস্টোফার এনকুনকুকেই। মজার ব্যাপার, এ দুজনের চেয়েও তরুণ একজনই কিন্তু পিএসজিকে এবারের একমাত্র শিরোপা এনে দিয়েছেন, কিলিয়ান এমবাপ্পে!