রিয়ালের ১৬ নম্বর হার, জিদান চটেছেন বেলের ওপর

বেলের খেলা দেখে হতভম্ব জিদান। ছবি : এএফপি
বেলের খেলা দেখে হতভম্ব জিদান। ছবি : এএফপি
>

গতকাল রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে কোচ জিনেদিন জিদান ক্ষোভ ঝেড়েছেন নিজের খেলোয়াড়দের ওপর। জিদানের ক্ষোভ সবচেয়ে বেশি পড়েছে দলের ওয়েলশ উইঙ্গার গ্যারেথ বেলের ওপর।

গতকাল মূল একাদশে গুরুত্বপূর্ণ বেশ কিছু খেলোয়াড়কে না নামালেও গ্যারেথ বেলকে নামিয়েছিলেন জিনেদিন জিদান। উদ্দেশ্য ছিল, ‘দুর্বল’ প্রতিপক্ষের বিপক্ষে গোল করে বা অ্যাসিস্ট করে বেল যদি নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন। ভায়েকানোর বিপক্ষে সর্বশেষ ৬ ম্যাচে ৯ গোল আর ৪ অ্যাসিস্ট করা বেল এই ম্যাচেও জ্বলে উঠবেন—এমনটাই ভেবেছিলেন জিদান। কিন্তু তা আর হলো কোথায়! উল্টো রিয়ালকে মৌসুমের ১৬তম পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে ভায়েকানো। ম্যাচ শেষে বেলের ওপর নিজের ক্ষোভটা আর গোপন করেননি জিদান।


খেলোয়াড়েরা জয়ের জন্য বিন্দুমাত্রও চেষ্টা করেননি বলে দাবি করেছেন জিদান, ‘আমরা কিছুই করিনি। কোনোভাবেই কিছু করিনি। না, আপনি গোল না পেতেই পারেন, কিন্তু ভালো খেলতে পারেন, সুযোগ সৃষ্টি করতে পারেন, আমরা সেটাও করিনি।’


হারের দায় একটু হলেও নিজের ওপর বর্তায়, এটা মানছেন জিদান, ‘আমি প্রচণ্ড ক্ষিপ্ত। কেননা, এভাবে খেললে সেটা দেখতেও বাজে লাগে অনেক। আর এই হারের পেছনে কোনো না কোনোভাবে অবশ্যই আমি দায়ী। আমাদের জেতার কোনো আকাঙ্ক্ষাই ছিল না। আমরা কিছুই করিনি। বল কেড়ে নেওয়ার ব্যাপারে আমাদের আগ্রহ ছিল না, আমরা ঠিকমতো দৌড়াইনি, ঠিকঠাক সুযোগ সৃষ্টি করতে পারিনি।’


ম্যাচ হারলেও জিদান সব সময় নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়ান। ইতিবাচক থাকার চেষ্টা করেন। কিন্তু গতকাল রিয়াল এতটাই বাজে খেলেছে যে খেলোয়াড়দের সমর্থন দিতেও যেন গায়ে লাগছে জিদানের, ‘আমি সব সময় আমার খেলোয়াড়দের পাশে দাঁড়াই, পরিস্থিতি যা-ই হোক না কেন। কিন্তু আজ অমন দিন নয়। আমি আমার খেলোয়াড়দের পক্ষে সাফাই গাইতে পারছি না।’


এরপরেই জিদান সরাসরি তোপ দেগেছেন বেলের দিকে। রোনালদো যাওয়ার পর বেলই রিয়াল মাদ্রিদের হাল ধরবেন। এমনটা মনে করা হলেও বেল এখনো নিজেকে হারিয়ে খুঁজছেন। ফলে, অধৈর্য হয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সমর্থকেরা, অধৈর্য হয়ে যাচ্ছেন জিদান। গতকালও খেলেছেন যাচ্ছেতাই। আর তাতেই আরও খেপেছেন জিদান, ‘আমি জানি না বেলের কী হয়েছে। ওর মনোযোগ কি খেলার দিকে আছে, নাকি নেই? আপনি তাকে গিয়েই জিজ্ঞেস করুন সে কী ভাবছে না ভাবছে!’


এমনিতেই বেলকে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিতে পারে বলে বাজারে জোর গুঞ্জন। এই ম্যাচের পর জিদানের খেপে যাওয়া সেই গুঞ্জনের পালে হাওয়াই লাগাচ্ছে শুধু!