বাংলাদেশ দলের ফটোসেশনে এলেন না সাকিব!

বাংলাদেশ দলের ফটোসেশনে সবাই আছেন, শুধু সাকিব নেই! ছবি: শামসুল হক
বাংলাদেশ দলের ফটোসেশনে সবাই আছেন, শুধু সাকিব নেই! ছবি: শামসুল হক
সাকিব আল হাসান আইপিএল থেকে দেশে ফিরেছেন কাল। কিন্তু আজ বিশ্বকাপগামী দলের ফটোসেশনে তিনি অনুপস্থিত। সাকিব কেন নেই বিশ্বকাপের ফটোসেশনে, প্রশ্নটা উঠল বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনে।
বিশ্বকাপের ফটোসেশনে আসেনি সাকিব। ফাইল ছবি
বিশ্বকাপের ফটোসেশনে আসেনি সাকিব। ফাইল ছবি

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দলের সব খেলোয়াড়ের বৈঠক ও মধ্যাহ্নভোজ। বিশ্বকাপগামী বাংলাদেশ দলের ফটোসেশন হতে হতে বিকেল প্রায় ৪টা। বিশ্বকাপে বাংলাদেশ কোন জার্সি পরে খেলবে সেটি দেখতে সবার মধ্যে কী কৌতূহল! ফটোসেশনে বিশ্বকাপ দলের প্রায় সবাইকে দেখা গেল, ছিলেন না শুধু সাকিব আল হাসান

আইপিএল থেকে দেশে ফিরেছেন কাল। তবুও সাকিব কেন দলের ফটোসেশনে নেই? উত্তরে কী বলবেন, ভেবেই পাচ্ছিলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘দুঃখজনক, আর কী বলব? এটা দুঃখজনক, যেহেতু দলের ফটোসেশন ছিল। আমি এসেই জিজ্ঞেস করেছি। এমনকি এখানে যখন ঢুকি, তখন তাকে ফোন করেছিলাম, কোথায় তুমি? বলল, “আমি তো চলে এসেছি (দেশে)।” ও যে এসেছে জানিও না, পত্রিকায় পড়েছি। পরে বলল, “আপনার বাসায় আসব রাতে।” বলেছি, এখন একটু দেখা হোক। বলল, “আমি তো বেরিয়ে গেছি।” জিজ্ঞেস করে জানলাম, ওকে আগেই বলা হয়েছে ফটোসেশন আছে। জাতীয় দল যাচ্ছে, ফটোসেশনে সবাই একসঙ্গে থাকবে। আমরা আশা করেছিলাম কিন্তু সে নাই।’

দল যাচ্ছে প্রায় ৭০ দিনের সফরে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলকে বেশ ঘটা করেই ‘বিদায়’ জানাল বিসিবি। সাংবাদিকদের জন্য অবশ্য দিনটা ছিল ‘সাক্ষাৎকার দিবস’! হাতের কাছে যে খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে তাঁর সাক্ষাৎকারের নেওয়ার প্রাণান্তকর চেষ্টা। প্রায় ৪০ মিনিটের সংবাদ সম্মেলন শেষে অধিনায়ক মাশরাফি যে কতগুলো ‘একান্ত’ সাক্ষাৎকার দিলেন, গুনে শেষ করা কঠিন! খেলোয়াড় কিংবা বিসিবির শীর্ষ কর্তাদের ভিড়ে শুধু একজন ‘মিসিং’, সাকিব আল হাসান! বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বেশ বিরক্তি নিয়ে ‘মিসিং’ শব্দটাই ব্যবহার করলেন। গত নভেম্বরে বিসিবি যখন তামিম-মুশফিকের সঙ্গে তাঁকেও আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করায় বিশেষ সম্মাননা দিয়েছিল, সে অনুষ্ঠানেও সাকিব ছিলেন না। দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এ ধরনের আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন, এতে দলের ঐকতানে কি ব্যাঘাত ঘটে না?

নাজমুল খানিকটা অসহায় কণ্ঠেই বললেন, ‘আমার মনে হয় দলের বাকিরা এত দিনে অভ্যস্ত হয়ে গেছে (সাকিবকে নিয়ে)। এ ছাড়া আর কী বলব! ২০১৯ বিশ্বকাপে দল যাচ্ছে, সেটির ফটোসেশনে থাকতে পারল না। আমি মনে করি ওরই কপাল খারাপ!’ দলের সবাই সাকিবের সঙ্গে অভ্যস্ত হলেও বিসিবি যে এটি সহজেই নিতে পারছে না, সেটি পরিষ্কার জানিয়ে দিলেন নাজমুল, ‘প্রশ্নই আসে না। দল পরশু চলে যাচ্ছে, এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’