দলের সবাই খেলবেন, মাশরাফি খেলাবেন

বিশ্বকাপ শেষেও মাশরাফি নিশ্চয়ই এভাবে থাম্বস আপ দিতে চান। ছবি: প্রথম আলো
বিশ্বকাপ শেষেও মাশরাফি নিশ্চয়ই এভাবে থাম্বস আপ দিতে চান। ছবি: প্রথম আলো
মাশরাফির শেষ বিশ্বকাপ। নিজের শেষ টুর্নামেন্ট, কীভাবে তিনি রাঙাতে চান? মাশরাফির উত্তরটা একটু দার্শনিক


আনুষ্ঠানিকভাবেই মাশরাফি বিন মুর্তজা আজ জানিয়ে দিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ‘শেষ’ শব্দটা শুনলেই হৃদয়ে বেজে ওঠে কেমন এক করুণ সুর! কিন্তু শেষটাও হতে পারে আনন্দের, তৃপ্তির—যদি সমাপ্তিরেখা ছোঁয়ার আগে অভীষ্ট লক্ষ্যটা পূরণ হয়।

মাশরাফি হাসিমুখে বিশ্বকাপটা শেষ করবেন—এটাই তাঁর সতীর্থদের চাওয়া। কাল মুশফিকুর রহিম বলেছেন, ‘ম্যাশের জন্য স্মরণীয় করে রাখতে চাই এই বিশ্বকাপ।’ শুধু মুশফিক কেন, এবার বাংলাদেশের বিশ্বকাপ ২০১৯ দলের বড় চমক আবু জায়েদ দলে সুযোগ পেয়ে বলেছেন, ‘২০১১ বিশ্বকাপটা ভারত যেমন (শচীন) টেন্ডুলকারের জন্য খেলেছে, এবার আমরাও মাশরাফি ভাইয়ের জন্য চেষ্টা করব।’ সতীর্থদের কথা শুনে মাশরাফির রসিকতা, ‘এবার ওরা সবাই খেলবে, আমি খেলাব!’

অধিনায়ক হিসেবে একজন অধিনায়ক এটাই তো চাইবেন। ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক দিয়ে করবেন দুর্দান্ত অধিনায়কত্ব। সঞ্চিত অভিজ্ঞতা দিয়ে করবেন অসাধারণ বোলিং। ‘আমি খেলাব’ অর্থাৎ, সামনে থেকে নেতৃত্ব দিতে চান মাশরাফি। সম্ভাব্য সেরা দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া মাশরাফি পারবেন শেষটা রঙিন করে রাখতে? প্রশ্নের উত্তর দেবে সময়। তবে অধিনায়কের অনুরোধ, দল নিয়ে যেন অতিরিক্ত উন্মাদনা না তৈরি হয়, ‘আপনারা যেটা বলেছেন, সেরা দল, এটা গুরুত্বপূর্ণ না। এশিয়া কাপে এই দল নিয়েই গিয়েছিলাম। ট্রফি জিততে পারিনি, সেরা দলই ছিলাম। গত চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলাম। খুব আগের কথা না। এই দলই ছিল। এই হাইপ তোলার কোনো প্রয়োজন নেই। দুই বছর আগে এ দলই খেলেছে। নতুন করে দুর্দান্ত কিছু হয়নি যে এটা এ মুহূর্তেই সেরা দল। সেরা দল সব সময়ই ভালো করে না। যারা মাঠে ভালো করে, তারাই ভালো করে।’

শেষ বিশ্বকাপ, ব্যক্তিগত কী লক্ষ্য নিয়ে যাচ্ছেন অধিনায়ক? উত্তরে মাশরাফি একটু দার্শনিক, ‘আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। ভালো হলে সবাই খুশি হবে। আমারও ভালো লাগবে। তবে অতিরিক্ত চাপ কখনো নিতে চাই না যে শেষ বিশ্বকাপ খেলছি এখানে ভালো কিছু করে আসা। সব সময় ভাগ্যে বিশ্বাসী। পুরো দলের ভাগ্যে যেটা আছে, সেটাই হবে। কষ্ট করতে হবে। সেটার জন্য প্রস্তুত কি না, সেটা গুরুত্বপূর্ণ। আমাদের ওপর এ রকম কোনো চাপ নেই যে আমাদের বিশ্বকাপ জিতে আসতে হবে। কিংবা আমাদের সেমিফাইনালে ‍উঠতে হবে। আমরা ভালো খেলতে উন্মুখ। আমরা কখনোই ফেবারিট না। আমরা যদি এখানে কিছু করতে পারি তাহলে আমাদের নিয়ে অন্যদের ভাবনায় পরিবর্তন হবে।’