'জার্সিটাকে কেউ পাকিস্তানের মনে করলে তার পাকিস্তানেই থাকা উচিত'

বাংলাদেশের যে জার্সি নিয়ে এত আলোচনা। ছবি: প্রথম আলো
বাংলাদেশের যে জার্সি নিয়ে এত আলোচনা। ছবি: প্রথম আলো
বিশ্বকাপে বাংলাদেশের জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির অনেক মিল, এ নিয়ে অনেক কথাই হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান, আজ এ বিতর্কের জবাব দিলেন

বাংলাদেশের বিশ্বকাপে জার্সির সঙ্গে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যবহৃত পাকিস্তানের জার্সি মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে যে ‘ট্রল’ হচ্ছে, যে আলোচনা-সমালোচনা-বিতর্ক হচ্ছে—আজ সেটির জবাব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বিসিবি সভাপতি আজ বলেছেন, জাতীয় পতাকার সঙ্গে মিল রেখেই যে জার্সি তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এমনকি ভারতও জাতীয় পতাকার রং প্রাধান্য দিয়ে জাতীয় দলের জার্সি তৈরি করে না। বাংলাদেশও অতীতে অনেকবারই খেলেছে লাল-সবুজের মিশ্রণহীন জার্সি পরে। এবার কেন জার্সির রং নিয়ে পাকিস্তানকে টেনে আনা হলো, সেটি নিয়ে বেশ অবাকই হয়েছেন নাজমুল হাসান, ‘(জার্সি নিয়ে) বাইরে কে কী বলেছে সেটি নয়, (কাল) আপনারা (সাংবাদিকেরা) আমাকে প্রশ্ন করেছিলেন তাই মনে হয়েছে, কিছু একটা হয়েছে যেটা আমাদের নজরে আসেনি। নজরে এলে মনে হয়েছে লাল দেওয়া যেতে পারে। নতুন নকশা অনুমোদন দিয়ে দিয়েছি। এখানে পাকিস্তানের পতাকার কথা চিন্তা করা সুযোগই নেই। যেখানে বাংলাদেশ লেখা সেখানে পাকিস্তান মনে হবে কেন? বাঘ আছে, বিসিবির লোগো আছে। এরপরও এ জার্সিকে বাংলাদেশ মনে না করে কেউ যদি পাকিস্তান মনে করে তার পাকিস্তানেই থাকা উচিত। আশ্চর্য কথা! এখন হলুদ ব্যবহার করলে আমরা কি অস্ট্রেলিয়ান হয়ে যাব? নীল রং ব্যবহার করলে ভারতীয় হয়ে যাব?’

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানও ব্যবহার করেছিল কাছাকাছি নকশার জার্সি। ফাইল ছবি
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানও ব্যবহার করেছিল কাছাকাছি নকশার জার্সি। ফাইল ছবি

পতাকার সঙ্গে জার্সির যোগ না থাকলেও বিসিবি চায় না বিশ্বকাপের আগে কোনো বিতর্ক হোক। দ্রুতই তাই জার্সির নকশা বদলে ফেলেছে তারা। নতুন নকশায় লাল-সবুজের ছোঁয়া থাকবে বলেই নিশ্চিত করেছেন। কিন্তু আগের নকশা করা প্রায় ৫০ হাজার জার্সি যে বাজারে চলে এসেছে। বিতর্কিত জার্সি নিয়ে দর্শকদের আগ্রহ থাকবে না, সেটাই স্বাভাবিক। এতে কি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে না? বিসিবি সভাপতি অবশ্য তা মনে করেন না। নাজমুল খানিকটা রসিকতার সুরেই বললেন, ‘ক্ষতির কথা বলছেন কেন? লাভের কথা বলেন। নকশায় কী বদল হলো, এটি নিয়ে মানুষ বিপুল আগ্রহী হয়ে প্রচুর কিনবে (হাসি)।’