আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে পৃষ্ঠপোষক ওয়ালটন

>আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পনসর ওয়ালটন
ত্রিদেশীয় সিরিজের লোগো। ছবি: ওয়ালটন
ত্রিদেশীয় সিরিজের লোগো। ছবি: ওয়ালটন

বিশ্বকাপের আগে ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আয়ারল্যান্ড ও বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টের তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের টাইটেল স্পনসর হয়েছে ওয়ালটন।

টোটাল স্পোর্টস মার্কেটিং এবং ওয়ালটনের মধ্যে আজ এ নিয়ে চুক্তি সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের স্বত্বাধিকারী মইনুল হক চৌধুরী। চুক্তি সই অনুষ্ঠানে ত্রিদেশীয় সিরিজের ট্রফিও প্রদর্শন করা হয়।

৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডে এই ত্রিদেশীয় সিরিজ নানা দিক থেকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কন্ডিশন মোটামুটি একই হওয়ায় এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ দল। দুই বছর আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের টাইটেল পৃষ্ঠপোষক হয়েছিল ওয়ালটন। চ্যাম্পিয়নস ট্রফির আগে সেই টুর্নামেন্টে আয়ারল্যান্ড ছাড়াও টুর্নামেন্টের অপর দল ছিল নিউজিল্যান্ড।