ক্যাসিয়াসের জন্য মেসি-রোনালদোদের ভালোবাসা

>হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেও ইকার ক্যাসিয়াস এখন বিপদমুক্ত। তবে দ্রুত হাসপাতালে নেওয়া না হলে বড় বিপদ হতে পারত। ক্যাসিয়াসের সুস্থতা কামনা করেছেন লিওনেল মেসিক্রিস্টিয়ানো রোনালদো
হাসপাতালের বিছানায় শুয়ে ক্যাসিয়াস। এখন বিপদমুক্ত। ছবি: টুইটার
হাসপাতালের বিছানায় শুয়ে ক্যাসিয়াস। এখন বিপদমুক্ত। ছবি: টুইটার

ভাগ্যিস, বুকে ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে ইকার ক্যাসিয়াসকে দ্রুত হাসপাতালে পাঠিয়েছিল পোর্তো। নইলে ভীষণ বিপদ হতে পারত বলে জানিয়েছেন ক্যাসিয়াসের এজেন্ট কার্লোস কাত্রোপিয়া। কাল পোর্তোর অনুশীলনে হার্ট অ্যাটাকের শিকার হন স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই অধিনায়ক ও গোলরক্ষক। জরুরি অস্ত্রোপচারের পর ক্যাসিয়াস ‘বিপদমুক্ত’ বলে জানিয়েছিল পর্তুগিজ সংবাদমাধ্যম। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে ইউরোপের বড় ক্লাবগুলো।

পোর্তোর তরফ থেকে জানানো হয়েছে, ‘ক্যাসিয়াস এখন সুস্থ, হৃৎপিণ্ডের সমস্যার সমাধান হয়েছে।’ ক্যাসিয়াস নিজেও টুইটারে তাঁর ছবি পোস্ট করে বিপদমুক্ত হওয়ার কথা জানিয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখের ছবি পোস্ট করে ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক লিখেছেন, ‘সবকিছু ঠিক আছে। বড় রকমের ভীতি ছিল, কিন্তু শক্ত থাকতে পেরেছি। সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুবার ইউরোজয়ী ক্যাসিয়াসের হার্ট অ্যাটাকের খবর ছড়ালে শোরগোল পড়ে যায় ফুটবল অঙ্গনে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচ শেষে ক্যাসিয়াসের দ্রুত আরোগ্য কামনা করে ইনস্টাগ্রামে লিওনেল মেসি লেখেন, ‘ক্যাসিয়াসের প্রতি ভালোবাসা রইল এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ ক্যাসিয়াস রিয়ালে থাকতে তাঁর দীর্ঘদিনের সতীর্থ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৯ থেকে ২০১৫—এ সময়ে ক্যাসিয়াসের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাও জিতেছেন পর্তুগিজ তারকা। সাবেক ক্লাব সতীর্থ ও অধিনায়কের অসুস্থতার খবর শুনে রোনালদো ইনস্টাগ্রামে দুজনের রিয়াল ক্যারিয়ারের একটি ছবি পোস্ট করেন। আর লিখেছেন, ‘বন্ধু, শক্ত থাকো। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

রিয়ালের হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগজয়ী ক্যাসিয়াস ২০১৫ সালে যোগ দেন পোর্তোয়। গত মার্চেই তাঁর সঙ্গে নতুন চুক্তি করেছে ক্লাবটি। কাল সকালে অনুশীলনে মাঠেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন ক্যাসিয়াস। দ্রুত তাঁকে সিইউএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্প্যানিশ রেডিও ‘কোপ’কে ক্যাসিয়াসের এজেন্ট কাত্রোপিয়া বলেন, ‘ইকার মঙ্গলবারও কঠোর অনুশীলন করেছে। কালও করেছে, একপর্যায়ে বুকে, মুখে ও হাতে সে ব্যথা অনুভব করে। খুব দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পোর্তোর চিকিৎসক দলের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ।

খারাপ লাগলেও সে (ক্যাসিয়াস) বুঝতে পারেনি যে হার্ট অ্যাটাক করেছে। অস্ত্রোপচারের পর তাঁকে এটা জানানো হয়। এমন কিছু এর আগে কখনোই ঘটেনি। সে ভাগ্যবান, কারণ কাছেই ক্লাবের চিকিৎসক দল ছিল। ইকারকে যতটুকু জানি, বাসায় এমন কিছু ঘটলে সে হয়তো পাত্তা না দিয়ে অনুশীলনে চলে যেত এবং তার ফল হতো ভয়াবহ।’ গ্যারেথ বেল, সার্জিও রামোস, পিকে, রেইনা থেকে শুরু করে ফুটবল জগতের প্রায় সব তারকাই ক্যাসিয়াসের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রিয়ালের বয়সভিত্তিক দল ও মূল দল মিলিয়ে ক্লাবটিতে ২৫ বছর কেটেছে ক্যাসিয়াসের। দলটির কিংবদন্তি এই অধিনায়ক অনেকের কাছে এখনো রিয়ালের ‘ঘরের ছেলে’। তাঁর অসুস্থতায় এক বিবৃতিতে রিয়ালের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের ভালোবাসার অধিনায়কের প্রতি ভালোবাসা ও পূর্ণ সমর্থন জানাচ্ছে রিয়াল মাদ্রিদ।’ বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনালও ক্যাসিয়াসের দ্রুত আরোগ্য কামনা করেছে টুইটারে।