ক্যাসিয়াস আবার খেলতে পারবেন?

ইকার ক্যাসিয়াস। ছবি: টুইটার
ইকার ক্যাসিয়াস। ছবি: টুইটার
>হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেও এখন সুস্থ পোর্তোর গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তবে স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক এ অধিনায়ক আবারও পেশাদার ফুটবলে ফিরতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকেরা

পোর্তোর হয়ে অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন ইকার ক্যাসিয়াস। মাঠে থেকে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচার করে বিপদমুক্ত করা হয়। তবে ক্যাসিয়াস আবার মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। চিকিৎসকেরা বলেছেন, সবশেষ হার্ট অ্যাটাকের তীব্রতা এবং ভবিষ্যতে এই বিপদ এড়াতে তাঁকে আর মাঠে নাও দেখা যেতে পারে।

গত বুধবার কাল পোর্তোর অনুশীলনে হার্ট অ্যাটাকের শিকার হন স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এ অধিনায়ক ও গোলরক্ষক। অস্ত্রোপচার শেষে পোর্তো জানিয়েছিল, ‘ক্যাসিয়াস এখন সুস্থ, হৃৎপিণ্ডের সমস্যার সমাধান হয়েছে।’ ক্যাসিয়াস নিজেও টুইটারে তাঁর ছবি পোস্ট করে বিপদমুক্ত হওয়ার কথা জানিয়েছিলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় ভালোবাসামাখা বার্তা পাঠিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুটি ইউরোজয়ী কিংবদন্তি এ গোলরক্ষক সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারবেন কি না, এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি চিকিৎসকেরা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে চিকিৎসক হোসে গনজালেস বলেন, ‘তাঁর হৃৎপিণ্ড সাধারণ অবস্থায় ফিরলে হয়তো আবার পেশাদার জীবনে ফেরার সম্ভাবনা আছে।’ হৃদ্‌রোগ বিশেষজ্ঞ হোসে কালাবুইগ ক্যাসিয়াসের মাঠে ফেরার সম্ভাবনা দেখলেও সাবধানতার কথাও বলেছেন, ‘কোনো ক্ষত না থাকলে মাংসপেশি ঠিক হয়ে যাবে। তিন থেকে ছয় মাসের মধ্যে পরিস্থিতি বোঝা যাবে। যদি সবকিছু ভালোয় ভালোয় ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই সে কাজে ফিরতে পারবে।’

৩৭ বছর বয়সী গোলরক্ষক ক্যাসিয়াস রিয়ালের বয়সভিত্তিক ও মূল দল মিলিয়ে ২৫ বছর কাটিয়েছেন ক্লাবটিতে। রিয়ালে থাকতে তিনবার চ্যাম্পিয়নস লিগ জয় ছাড়াও পাঁচবার লা লিগাও জিতেছেন। পোর্তোর হয়ে গত বছর জিতেছেন প্রিমেরা লিগাও। কালাবুইগ অবশ্য ক্যাসিয়াসের মাঠে না ফেরার সম্ভাবনাও দেখছেন। তাঁর হৃৎপিণ্ডের রক্তনালিতে ছোট টিউব ঢোকানোর দরকার হলে গ্লাভস হাতে মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে স্পেনের খ্যাতনামা স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ হুয়ান আন্তোনিও কোরবালান সংবাদমাধ্যমকে বলেন, ‘(হৃৎপিণ্ডে)ছোট টিউব নিয়ে আপনি ফুটবল খেলতে পারবেন না। গোলরক্ষক হলে তো কথাই নেই। ইকার হয়তো সাধারণ জীবনে ফিরতে পারবে কিন্তু সে আবারও পেশাদার ফুটবলে খেলতে পারবে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।’