এবারও আয়ারল্যান্ড 'নেকড়ে'দের নিয়ে খেলবে বাংলাদেশ?

আয়ারল্যান্ডের তীব্র শীতের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে ক্রিকেটারদের। ছবি: ফেসবুক
আয়ারল্যান্ডের তীব্র শীতের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে ক্রিকেটারদের। ছবি: ফেসবুক
তিন দিনের অনুশীলন শেষে কাল ব্যাটে-বলের লড়াই শুরু বাংলাদেশের। মাশরাফিদের ত্রিদেশীয় সিরিজ শুরু অবশ্য ৭ মে। তবে কাল তাঁরা ঝালিয়ে নেবেন আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে

এবার আয়ারল্যান্ড উলভসের (আয়ারল্যান্ড ‘এ’) বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা স্টরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে নয়, ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে। স্টরমন্টে খেলতে নামলে বাংলাদেশ অনায়াসে সুখের স্মৃতি খুঁজে পেত! গতবার তো এ মাঠেই রানের এভারেস্ট গড়েছিল বাংলাদেশ। আইরিশ নেকড়েদের নিয়ে রীতিমতো খেলেছিল, ছুড়ে দিয়েছিল ৩৯৫ রানের বিশাল লক্ষ্য। অবসর নেওয়ার আগে সাব্বির রহমান করেছিলেন ৮৬ বলে ঠিক ১০০। ম্যাচটা বাংলাদেশ জিতেছিল ১৯৯ রানের বিশাল ব্যবধানে।

মাঠ এক না থাকলেও প্রতিপক্ষ তো সেই একই—আয়ারল্যান্ড উলভস। দুদিন আগে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড উলভসের একাদশ ঘোষণা করেছে স্বাগতিক বোর্ড। হ্যারি টেক্টরের নেতৃত্বে দলে আছেন মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিংহ, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং। কাল বাংলাদেশ যখন উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে, একই দিনে ডাবলিনের ক্লনটার্ফে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে ত্রিদেশীয় সিরিজ।

একই দিনে আইরিশদের দুটি দল দুই জাতীয় দলের বিপক্ষে খেলবে, এটা ভেবে বেশ খুশি ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট, ‘উলভস যেদিন বাংলাদেশের বিপক্ষে খেলবে, একই দিনে আয়ারল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিশ্বমানের দুটি প্রতিপক্ষের সঙ্গে সেরা ২২ আইরিশ ক্রিকেটার একই সঙ্গে খেলছে, এমন দৃশ্য দেখার সুযোগ নির্বাচকদের সামনে কমই আসে।’

হোয়াইটের খুশি অবশ্য ম্লান হয়ে যেতে পারে, দুটি ম্যাচেই যদি আইরিশরা বড় ব্যবধানে হারে। ক্যারিবীয়রা কী করবে বলা কঠিন। বাংলাদেশ নিশ্চয়ই গতবারের পুনরাবৃত্তি করতে চাইবে, ভালোভাবে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে ত্রিদেশীয় সিরিজের আগে। গত দুদিনের মতো আজও ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করার কথা বাংলাদেশের। আয়ারল্যান্ডে গিয়ে শুরুতেই তীব্র শীতের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে ক্রিকেটারদের। কাল উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে আয়ারল্যান্ড-অভিযান। ম্যাচটা শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে।