বার্সার বিপক্ষে ফিরমিনো নেই, সালাহ খেলবেন তো?

মাথায় চোট পেয়ে কাতরাচ্ছেন সালাহ। ছবি: এএফপি
মাথায় চোট পেয়ে কাতরাচ্ছেন সালাহ। ছবি: এএফপি
>

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ফিরতি লেগে বার্সেলোনার বিপক্ষে রবার্তো ফিরমিনোকে পাচ্ছে না লিভারপুল। কাল নিউক্যাসলের বিপক্ষে দলটির আরেক ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও চোট পেয়েছেন

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ফিরতি লেগে মঙ্গলবার প্রায় অসাধ্যসাধন করতে হবে লিভারপুলকে। প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৩-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। ঘরের মাঠে ফিরতি লেগটা তাই লিভারপুলের জন্য বাঁচামরার লড়াই। এমন লড়াইয়ে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল লিভারপুল। মাংসপেশিতে চোট পাওয়ায় সেমির ফিরতি লেগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোকে পাচ্ছে না লিভারপুল। আর কাল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাথায় বেশ ভালো চোট পেয়েছেন মোহাম্মদ সালাহ। ফিরতি লেগে লিভারপুলের এ মিসরীয় ফরোয়ার্ড খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।

এদিকে লিভারপুলের সামনে ৩ গোলের ব্যবধান ঘুচিয়ে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে জিততে হলে ফরোয়ার্ডদের বড় ভূমিকা রাখার বিকল্প নেই। কিন্তু লিভারপুলের ‘ত্রিফলা’ আক্রমণভাগের দুই তারকা চোট পাওয়ায় ক্লপের দুশ্চিন্তা বাড়ার কথা। ফিরমিনোকে শুধু সেমির ফিরতি লেগ নয়, মৌসুমের বাকি সময়েও না পাওয়া নিশ্চিত করেছেন ইংলিশ ক্লাবটির কোচ ক্লপ, ‘সে মঙ্গলবার এবং বাকি মৌসুম খেলার জন্য প্রস্তুত নয়।’ তবে সালাহকে নিয়ে এখনই আশা হারাতে রাজি নন ক্লপ।

নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে সমতায় থাকতে ২৮ মিনিটে সালাহ এগিয়ে দেন লিভারপুলকে। দ্বিতীয়ার্ধে নিউক্যাসল গোলরক্ষকের সঙ্গে বল দখলের লড়াইয়ে মাথায় চোট পান সালাহ। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় চোখের জল আটকাতে পারেননি এ তারকা। বার্সার বিপক্ষে খেলতে না পারার শঙ্কা থেকেই সম্ভবত নিজেকে ধরে রাখতে পারেননি সালাহ। তবে ক্লপ আশা হারাচ্ছেন না। তাঁর চোট প্রসঙ্গে লিভারপুল কোচ বলেন, ‘চিকিৎসক তাকে মাঠের বাইরে নিতে বলায় আমরা তা করেছি। ড্রেসিংরুমে বসে খেলা দেখার সময় সে ঠিক ছিল। তবে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। সে বেশ ভালো আঘাত পেয়েছে। দেখা যাক কী ঘটে।’