হার দিয়ে শুরু পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি

মরগানের ঝড়ে হারল পাকিস্তান। ছবি: এএফপি
মরগানের ঝড়ে হারল পাকিস্তান। ছবি: এএফপি

ফরম্যাট ভিন্ন, দলও ভিন্ন কিছুটা। তবু পাকিস্তানের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে আজ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে সম্ভাব্য সেরা প্রস্তুতির ব্যবস্থাই নিয়েছে পাকিস্তান। সে প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচটি ছিল টি-টোয়েন্টি। সফরের একমাত্র টি-টোয়েন্টি ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গেছে পাকিস্তান।

উইকেটের ব্যবধানটা বড় হলেও পাকিস্তান চাইলে সান্ত্বনা খুঁজে নিতে পারে বলের ব্যবধান দেখে। ১৭৪ রানের লক্ষ্য ছুঁতে ইংল্যান্ডকে শেষ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছে। পাকিস্তান চাইলে মোহাম্মদ হাসনাইনের বোলিং থেকেও স্বস্তি খুঁজে নিতে পারে। তুলনামূলক অভিজ্ঞ দুই পেসার যেখানে রান বিলিয়েছেন উদারহস্তে, সেখানে মাত্র কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া হাসনাইন অভিষেকে ৪ ওভারে ২৯ রান দিয়েছেন।

রান বিলালেও অন্য দুজন পেসারই উইকেট পেয়েছেন। ৩৫ ও ৪২ রান দিয়ে শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলীর পাওয়া উইকেট ২টি অবশ্য ম্যাচের ফল নির্ধারণে কোনো ভূমিকা রাখেনি। জো রুটের ৪২ বলে ৪৭ রানের ইনিংসটিও পাকিস্তানকে জয়ের পথ দেখাতে পারেনি। ইংলিশ অধিনায়ক এওইন মরগানের ২৯ বলে ৫৭ রানের এক ঝড় সে আশা করতে দেয়নি তাদের।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ১৭৩ রান তুলেছিল বাবর আজম ও হারিস সোহেলের সুবাদে। পাওয়ার প্লেতে ফখর জামান ও ইমাম-উল-হকের বিদায়ের পরও বেশ দ্রুত গতিতে রান তুলেছেন বাবর ও হারিস। কিন্তু ৩ বলের মধ্যে হারিস (৩৬ বলে ৫০) ও বাবরের (৪২ বলে ৬৫) বিদায়ে পাকিস্তান কক্ষচ্যুত হয়। শেষ দকে প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারেনি দলটি।