আইপিএলে 'গৃহযুদ্ধ' চলছিল কলকাতায়!

কয়েকটা ম্যাচে আগে ব্যাট করতে নামলে রাসেল হয়তো দলকে প্লে অফে নিয়ে যেতে পারতেন। ছবি: এএফপি
কয়েকটা ম্যাচে আগে ব্যাট করতে নামলে রাসেল হয়তো দলকে প্লে অফে নিয়ে যেতে পারতেন। ছবি: এএফপি
>

কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএলে আক্রান্ত ছিল ‘গৃহযুদ্ধে’। কাল এটি স্বীকার করেছেন দলের সহকারী কোচ সাইমন ক্যাটিচ। 

প্লে অফে উঠতে হলে গতকাল জিততে হতো কলকাতাকে। কিন্তু মুম্বাই সেটা হতে দেয়নি। কলকাতাকে হারিয়ে আইপিএলে তাদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে তারা। দলের সহকারী কোচ সাইমন ক্যাটিচ ম্যাচ শেষে স্বীকার করেছেন কলকাতার গৃহবিবাদের কথা।

প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল কলকাতা। কিন্তু খেই হারিয়ে হেরেছে পরের ছয় ম্যাচ। এরপর থেকেই কানাঘুষা শুরু হয়, দলের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। দলটিতে মূলত সমস্যা হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে। তাঁকে চার নম্বরে খেলানো হবে কি না, মতভিন্নতা শুরু হয় এটি নিয়েই। অনেক বিশেষজ্ঞই বলছিলেন, প্রথম দিকে রবিন উথাপ্পা, নিখিল নায়েক নিতিশ রানা কিংবা দিনেশ কার্তিকদের খেলিয়ে রাসেলকে শেষ দিকে অল্প কটি ওভারের জন্য চাপে ফেলে দেওয়ার কোনো মানে নেই। রাসেল নিজেও চার নম্বরে ব্যাটিং করতে চেয়েছিলেন। এ নিয়ে নিজের ক্ষুব্ধতার কথা তিনি বলেছিলেন। রাসেল চারে খেলতে পারেননি অধিনায়ক কার্তিক ও সহ–অধিনায়ক উথাপ্পার কারণেই। এই অশান্তিই আসলে শেষ করে দিয়েছে কলকাতার টিম স্পিরিট।

কাল ম্যাচ শেষে ক্যাটিচ এ নিয়েই বলেছেন, ‘হারের কারণ খোঁজার জন্য অনেকেই অনেক কিছু বলে। কিন্তু এটাও অস্বীকার করার জো নেই, টানা ছয় ম্যাচ হারের পরে দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। যা গত ম্যাচেই মাঠে প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে লুকোছাপা করার কিছু নেই। লুকানো উচিতও নয়।’

আইপিএলে জিততে হলে দলীয় সংহতির বিকল্প নেই, মানছেন ক্যাটিচ, ‘এটা ঠিক, আইপিএলের মতো প্রতিযোগিতায় জিততে হলে দলে ঐক্য থাকা দরকার। দলের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল।’