বার্সেলোনার ফাইনালের পথ সুগম হলো আরও

মাথায় চোট পাওয়ায় বার্সেলোনার বিপক্ষে থাকবেন না সালাহ। ছবি: এএফপি
মাথায় চোট পাওয়ায় বার্সেলোনার বিপক্ষে থাকবেন না সালাহ। ছবি: এএফপি

একজন ফুটবলারের অনুপস্থিতিতে প্রতিপক্ষ এগিয়ে গেছে—কথাটি শুনতে বাজে শোনায়। কিন্তু বাস্তবতা এড়ানোর উপায় নেই। আগামীকাল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পরিষ্কার এগিয়ে থাকবে বার্সেলোনা। প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে। দ্বিতীয় লেগে লিভারপুলকে তাই জিতবে হবে অন্তত চার গোলের ব্যবধানে। এমন ম্যাচে আক্রমণের ত্রিফলা যে শুধু বর্শায় পরিণত হয়েছে লিভারপুলের। রবার্তো ফিরমিনোর পর এ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন মোহাম্মদ সালাহও।

তিন মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার অপেক্ষায় বার্সেলোনা। গতবারের ফাইনালিস্ট লিভারপুলকে নিজেদের মাঠে লিওনেল মেসির জাদুতে বড় ব্যবধানে হারিয়েছে তারা। পরের ম্যাচ লিভারপুলের মাঠে বলেই মেসিদের এখনই বিজয়ী বলে ঘোষণা করা হচ্ছে না। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে বার্সেলোনাকে ফাইনালে দেখার হিসেব করে রাখাই ভালো। লিভারপুলের বিখ্যাত আক্রমণভাগের শুধু সাদিও মানেই মাঠে নামার যোগ্য এ ম্যাচে।

ফিরমিনো তো প্রথম লেগে বেঞ্চ থেকে মাঠে নেমেছেন। দ্বিতীয় লেগেও তাঁর খেলার সম্ভাবনা বাতিল করা হয়েছে সপ্তাহের শুরুতেই। এদিকে প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ৩-২ গোলের জয়টা বড় দাম দিয়ে কিনতে হয়েছে লিভারপুলকে। শেষ মুহূর্তের গোলে জয় পেলেও ম্যাচের মাঝপথে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন সালাহ। মিসরিয় উইঙ্গারের অনুপস্থিতি নিশ্চিত করেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সালাহ আগামীকাল খেলবে না। সে ধীরে ধীরে সেরে উঠছে কিন্তু কাল সে খেলতে পারবে না। আমরা সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নিচ্ছি না। ওর কনকাশন হয়েছিল তার মানে তাকে খেলতে দেওয়া সম্ভব না। ওর ভালো বোধ হচ্ছে কিন্তু খেলার জন্য যথেষ্ট নয়, মাঠে নামাটা নিরাপদ নয়।’

ফিরমিনো ও সালাহর অনুপস্থিতিতে দলের আক্রমণ নতুন করে সাজাতে হবে লিভারপুলকে। ফিরমিনোর বদলে জর্জিনো ভাইনালডাম নেমেছিলেন ন্যু ক্যাম্পে। সালাহর জায়গায় আগামীকাল জারদান শাকিরিকে দেখা যেতে পারে। আবার ড্যানিয়েল স্টারিজ বা অরিগিকেও দেখা যেতে পারে। ক্লপ অবশ্য ভরসা রাখছেন সমর্থকদের ওপর, ‘আমি কল্পনা করতে পারছি, স্টেডিয়াম কাঁপবে কাল। শুধু গোল করলে হবে না। বার্সেলোনা যেন গোল করতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে। কাজটা কত কঠিন আমরা জানি। শতভাগ চেষ্টা করব। বিশ্বের সেরা দুই স্ট্রাইকার কাল থাকবে না, এবং আমাদের বার্সেলোনার বিপক্ষে চার গোল করতে হবে। খুবই কঠিন কাজ কিন্তু আমরা চেষ্টা করব। যদি নাও পারি, তবে সবচেয়ে সুন্দরভাবেই ব্যর্থ হব।’