সাকিবের কাছে এটা 'বিগ ডিল' না

আয়ারল্যান্ড সফরের শুরুতেই ভালো খেলেছেন সাকিব। প্রথম আলো ফাইল ছবি
আয়ারল্যান্ড সফরের শুরুতেই ভালো খেলেছেন সাকিব। প্রথম আলো ফাইল ছবি
সাকিব আল হাসান আবারও প্রমাণ করেছেন, চাপে ভেঙে পড়েন না। সমালোচনা শুষে নিতে জানেন। কাল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও ইতিবাচক দিক ছিল সাকিবের পারফরম্যান্স।

আয়ারল্যান্ডে রওনা দেওয়ার আগে যাঁকে নিয়ে এত কথা, এত আলোচনা-সমালোচনা, কিছুই যেন তাঁকে স্পর্শ করেনি। আইপিএলের ম্যাচ খেলার নিশ্চয়তা নেই, তবুও কেন ভারতে পড়ে থাকা? কেন বিশ্বকাপের প্রস্তুতি নিতে সময়মতো দেশে এলেন না? কেন বিশ্বকাপগামী দলের ফটোসেশনে থাকেননি—গত কদিনে কত যে আলোচনা-সমালোচনা এক সাকিব আল হাসানকে নিয়ে। সেই সাকিবই কাল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বড় ব্যবধানে হারের দিনে কিছুটা লড়লেন।

বোলিংয়ে ১০ ওভারে এক মেডেন দিয়ে ৩০ রানে পেয়েছেন ১ উইকেট। ব্যাটিংয়ে দলীয় সর্বোচ্চ ৫৪—সাকিবই কাল বাংলাদেশ দলের সবচেয়ে উজ্জ্বল মুখ। তাঁকে নিয়ে নানা কথার ভিড়ে এই যে বাঁহাতি অলরাউন্ডারের ভালো খেলা, কতটা স্বস্তি দিচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে? সাকিবের প্রতি যে অগাধ আস্থা, ডাবলিনে আজ সাংবাদিকদের সেটিই বললেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘এটা তো মনস্তাত্ত্বিক খেলা। ও সব সময়ই মানসিকভাবে খুবই শক্তিশালী। এত দিন ধরে খেলছে, যেকোনো পরিস্থিতি সে সামলাতে পারে। ওর জন্য এটা বিগ ডিল না, কত দিন প্র্যাকটিসে ছিল না, কত দিন ম্যাচ খেলেনি, এসবে ওর সমস্যা হয় না।’

ডাবলিনে মাশরাফির বলা কথাই যেন ঢাকায় পুনরাবৃত্তি করলেন বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার, ‘সাকিবকে নিয়ে কোনো দুশ্চিন্তাই নেই। ওকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তার মানিয়ে নিতে সময় লাগে না। সাকিবের মতো খেলোয়াড়দের এক সংস্করণ থেকে আরেক সংস্করণে যেতে কিছু লাগে না। সে বড় ম্যাচের খেলোয়াড়, সময়মতোই ভালো কিছু করবে।’