আয়াক্স-টটেনহাম ম্যাচের হাইলাইটস দেখুন এখানে

>

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ফিরতি লেগে কাল আয়াক্সের মাঠে ৩-২ গোলে জিতেছে টটেনহাম হটস্পার্স। প্রথম লেগে ডাচ ক্লাবটির কাছে ১-০ গোলে হেরেছিল টটেনহাম। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৩-৩ হলেও ‘অ্যাওয়ে গোল’ নিয়মে ফাইনালে উঠেছে টটেনহাম

ঘরের মাঠে প্রথম লেগ ১-০ গোলে হেরেছিল টটেনহাম হটস্পার্স। ফিরতি লেগের আগে তাই গুঞ্জন উঠেছিল, টটেনহাম কি লিভারপুলের মতো ‘কামব্যাক’ করতে পারবে? প্রথমার্ধে আয়াক্স ২-০ গোলে এগিয়ে যাওয়ায় সেই আশার অকালমৃত্যু দেখেছিলেন ইংলিশ ক্লাবটির সমর্থকেরা। কিন্তু লুকাস মউরা ভেবেছিলেন অন্য কিছু। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত হ্যাটট্রিকে টটেনহামকে খেলায় ফিরিয়ে আনেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ‘অ্যাওয়ে গোলে’ আয়াক্সকে বিদায় করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে টটেনহাম।

আয়াক্সের মাঠে সেমির ফিরতি লেগ কাল ৩-২ গোলে জিতেছে টটেনহাম। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের মাঠে টটেনহাম বেশি গোল করায় দলটি উঠে যায় ফাইনালে। অন্যদিকে দুর্দান্ত মৌসুম কাটানো আয়াক্সের স্বপ্নভঙ্গ ঘটল সেমিফাইনালেই।