আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হলো বাংলাদেশকে

মাঠ পরিদর্শন করে দুই আম্পায়ার জানিয়ে দিলেন, এ ম্যাচ হওয়ার নয়। ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড
মাঠ পরিদর্শন করে দুই আম্পায়ার জানিয়ে দিলেন, এ ম্যাচ হওয়ার নয়। ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড

বৃষ্টি ডাবলিনের মালাহাইডে বাংলাদেশ–আয়ারল্যান্ডের ম্যাচটা শেষ পর্যন্ত হতেই দিল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশকে বিরস মুখে পয়েন্ট ভাগাভাগি করতে হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গে। আরেক অর্থে ২ পয়েন্ট উপহারই পেল আইরিশরা।

আগে থেকেই বৃষ্টির আশঙ্কা ছিল। কাল বৃষ্টি বাধায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের টস বারবার পিছিয়ে দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত ডাবলিনের মালাহাইডে ম্যাচটা হলোই না। স্থানীয় সময় সোয়া ২টায় (বাংলাদেশ সময় সোয়া ৭টা) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড অবশ্য নিজেদের প্রথম ম্যাচে ১৯৬ রানের বড় ব্যবধানে হেরেছে উইন্ডিজের কাছে। প্রথম ম্যাচে বোনাস পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ২ ম্যাচে ১ জয়ের বাংলাদেশের পয়েন্ট ৬, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৫। কুড়িয়ে পাওয়া ২টি পয়েন্ট যোগ হয়েছে আয়ারল্যান্ডের নামের পাশে।

আজকের ম্যাচটি না হওয়া একটু ‘ক্ষতি’ হয়েছে বাংলাদেশের। এ ম্যাচটা জিতলেই তারা পেত ৪ পয়েন্ট। বোনাস পয়েন্ট হলে পূর্ণ ৫ পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সম্ভাব্য ৩ পয়েন্ট হারাল বাংলাদেশ। এতে করে কঠিন সমীকরণের মধ্যে পড়ে যাওয়ার শঙ্কাটা থেকেই যাচ্ছে। তবে আপাতত স্বস্তি, ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে বাংলাদেশ। মাশরাফিদের পরের ম্যাচ ১৩ মে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।