নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা নেই

পিএসজির জার্সিতেই খেলবেন নেইমার? ছবি: এএফপি
পিএসজির জার্সিতেই খেলবেন নেইমার? ছবি: এএফপি

নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন গত কিছুদিনে একটু কমেছে। জিনেদিন জিদান পরের মৌসুমের জন্য এডেন হ্যাজার্ডকেই পছন্দ করছেন। কিন্তু চেলসিকে দলবদলের বাজারে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করার ঘটনায় আবার নড়েচড়ে বসছেন সবাই। নিষেধাজ্ঞার ফলে নতুন খেলোয়াড় নিতে না পারলে চেলসি হ্যাজার্ডের মতো খেলোয়াড়কে ছাড়তে রাজি নাও হতে পারে। আর সে চিন্তা থেকেই আবার শুরু হয়েছে নেইমার-রিয়াল গুঞ্জন। তবে বিশ্বকাপজয়ী সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো মনে করেন রিয়ালে যাওয়ার সম্ভাবনা নেই নেইমারের।

নেইমার ও রিয়ালের গুঞ্জন নতুন কিছু নয়। সেই ২০১২ সাল থেকেই এ আলোচনা চলছে। কিন্তু ফেনোমেননের দাবি, বর্তমানে এ আলোচনার কোনো ভিত্তি নেই, ‘বহু বছর ধরে টেনে লম্বা করা হচ্ছে এ আলোচনা। কিন্তু আমার মনে হয় না রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। সে অসাধারণ এক খেলোয়াড় যাকে যে কেউ পেতে চাইবে। কিন্তু আমার মনে হয় না তাকে বিক্রি করা হবে।’

ইদানীং ভুল কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন নেইমার। তাঁর মতো তারকার প্রশংসায় ভাসার কথা সংবাদমাধ্যমের, কিন্তু নেতিবাচক কারণেই বারবার আলোচিত হচ্ছেন। রোনালদো এসব সমালোচনা নিয়ে মাথা ঘামাতে রাজি নন, ‘ফুটবলে সব সময় সমালোচনা হয়েছে। আমাকেও অনেক অন্যায় সমালোচনা সহ্য করতে হয়েছে। এ ক্ষেত্রে কিছু করার থাকে না। ওকে আমার বুদ্ধিমান বলেই মনে হয়, অসাধারণ প্রতিভা আছে এবং ধারাবাহিকতা আনতে চাইছে খেলায়। সে দুটো ভয়ংকর চোট পেয়েছে যা ওর খেলার সময় কমিয়ে দিয়েছে এবং যখন সে মাঠে ছিল না তখনই বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ হাতে তখন অন্য কিছু করার সময় থাকে এবং তরুণেরা অনেক কিছুই করে। অধিকাংশ সমালোচনাই অন্যায়। আমি ওর ওপর বিশ্বাস রাখি এবং আমি নিশ্চিত সে পরিস্থিতি পালটে ফেলবে।’

রিয়ালের নেইমার সংক্রান্ত গুঞ্জন সত্য মনে না হলেও অন্য দলবদলের গুঞ্জনকে উড়িয়ে দিতে পারছেন না রোনালদো। গ্যারেথ বেলের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার শেষ বলেই মনে করছেন সবাই। জিদান গত ম্যাচে স্কোয়াডেই রাখেননি বেলকে। জিদানের সঙ্গে গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই সম্পর্কে অবনতি ঘটেছিল বেলের। সাবেক সতীর্থের দলে বেলকে নাও দেখা যেতে পারে মনে করেন রোনালদো, ‘আমার মনে হয় না বেলের সঙ্গে কোনো সমস্যা আছে (জিদানের)। জিজুর অধিকার আছে দলে পরিবর্তন আনার, রিয়ালও তার সিদ্ধান্তে আস্থা রাখে/ এটা স্বাভাবিক, পরবর্তী বছরের জন্য স্কোয়াড নির্ধারণ করা। এটা খেলোয়াড়ের সিদ্ধান্ত সে সেটা মেনে নিবে কি না।’

বেল বা নেইমারের রিয়াল ক্যারিয়ার নিয়ে সন্দেহ থাকলেও স্বদেশি ভিনিসিয়ুসকে নিয়ে কোনো সন্দেহ নেই রোনালদোর। এমনকি নিজের দল ভায়াদোলিদেও ধারে চেয়েছিলেন এই উইঙ্গারকে, ‘মাদ্রিদ যদি দেয় আমরা ওকে অবশ্যই নেব। মাদ্রিদের যাকেই দিক, নেব। সে অসাধারণ প্রতিভা, রদ্রিগোর (রিয়ালের আরেক ব্রাজিলিয়ান তরুণ) মতোই। মাদ্রিদ দারুণ সব তরুণ প্রতিভা জোগাড় করে রেখেছে।’