সাইফকে জয় এনে দিল কলম্বিয়া-বাংলাদেশ জুটি

সাইফের জার্সিতে আজই প্রথম মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলেন আলেজান্দ্রো (৯০)। ছবি: প্রথম আলো
সাইফের জার্সিতে আজই প্রথম মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলেন আলেজান্দ্রো (৯০)। ছবি: প্রথম আলো
>বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং।

মৌসুমের মাঝে দলবদলে বিদেশি কোটায় সবচেয়ে বড় বদল এনেছে সাইফ স্পোর্টিং ক্লাব। পুরোনো তিন বিদেশিকে বিদায় করে দিয়ে তিন মহাদেশ থেকে নতুন তিনজন ফুটবলার নিয়েছে তারা। তাঁদের মধ্যে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলেন আলেজান্দ্রো ও উজবেকিস্তানের অ্যাটাকিং মিডফিল্ডার ওতাবেক জাকিরভ। প্রথম দিনে আলো ছড়াতে পারেননি নতুন অতিথিরা। দ্বিতীয় পর্বের শুরুতে সাইফকে জয় এনে দিয়েছেন পুরোনো দুই সৈনিক দানিয়ের আন্দ্রেস করদোভা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। কলম্বিয়া-বাংলাদেশ জুটিতেই রহমতগঞ্জের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাইফ।

ম্যাচের প্রথমার্ধে বেশ আক্রমণাত্মক খেলেছে সাইফ। ১৪ মিনিটের মধ্যে দুই গোল সেই আক্রমণেরই ফসল। ১২ মিনিটে ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের কর্নারে মাথা ছুঁইয়ে সাইফকে প্রথমে এগিয়ে নেন দানিয়ের আন্দ্রেস করদোবা। দুই মিনিট পরেই কর্নার থেকে ফিরে আসা বল বক্সের বাইরেই ঘুরছিল। ওই বলে দারুণ প্লেসিংয়ে জামাল ভূঁইয়া করেন ২-০। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। ৫৫ মিনিটে ল্যান্ডিং দারবোয়ের শট জটলা থেকে এনামুল ইসলাম আলতো টোকায় করেন ২-১। ৬১ মিনিটে ফয়সালের শট ক্রসবারে লাগলে খালি হাতেই ফিরতে হয়েছে রহমতগঞ্জকে।

এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে চারেই সাইফ। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।