প্রকাশ্যে আত্মহত্যার হুমকি গৌতম গম্ভীরের!

লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন গম্ভীর। ছবি : টুইটার
লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন গম্ভীর। ছবি : টুইটার
>

প্রতিদ্বন্দ্বীর নামে মিথ্যা অভিযোগ দিয়ে লিফলেট বিলি করেছেন গৌতম গম্ভীর, এমন অভিযোগ উঠেছে। অভিযোগ করেছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি। ক্ষিপ্ত গম্ভীর উল্টো হুমকি দিয়েছেন, আম আদমি পার্টি যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে প্রকাশ্যে গলায় দড়ি পরে আত্মহত্যা করবেন তিনি!

ব্যাটসম্যান হিসেবে প্রতিপক্ষের স্পিন বেশ ভালো খেলতে পারতেন গৌতম গম্ভীর। অনেকের মতে ভারতে সৌরভ গাঙ্গুলীর পর তিনিই সবচেয়ে সেরা বাঁহাতি ব্যাটসম্যান, যিনি স্পিনটা দুর্দান্ত খেলতেন। খেলার মাঠ থেকে অবসর নিয়ে গম্ভীর রাজনীতির মাঠে নেমেছেন কিছুদিন হলো। সেখানেও ক্রমাগত প্রতিপক্ষের স্পিন, গুগলি, দুসরার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, গম্ভীর নিজের আসনের প্রতিপক্ষকে হেয় করে লিফলেট বিলিয়েছেন। গম্ভীর উল্টো বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে আত্মহত্যা করবেন তিনি!

এবার পূর্ব দিল্লিতে বিজেপির টিকিটে লড়ছেন গম্ভীর। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আম আদমি পার্টির অতিশী মারলেনা। আজ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। ভোটের ঠিক আগ দিয়ে গম্ভীরের নামে অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। বলেছে, তাদের নারী প্রার্থী অতিশীর নামে উল্টোপাল্টা লিখে লিফলেট বিলি করেছেন গম্ভীর। অতিশী নিজেও সংবাদ সম্মেলন ডেকে কান্নাকাটি করেছেন এ নিয়ে। পুরো দেশ এ নিয়ে দুই ভাগ হয়ে গিয়েছে। কেউ গম্ভীরকে দোষ দিচ্ছেন, কেউ গম্ভীরের পাশে এসে দাঁড়িয়েছেন।

নিজের নামে এমন অভিযোগ দেখে খেপে গেছেন গম্ভীর। পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আম আদমি পার্টিকে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোড়িয়া ও অতিশী মারলেনার নামে উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি। জানিয়েছেন, হয় তাঁদের অভিযোগ প্রমাণ করতে হবে, নাহয় নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। না হলে ফলাফল ভালো হবে না। গম্ভীর আরও বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি নির্বাচন করবেন না।

শুধু তা–ই নয়, টুইটারে আত্মহত্যার হুমকিও দিয়েছেন গম্ভীর, ‘তারা যদি প্রমাণ করতে পারে আমি এ কাজ করেছি, আমি প্রকাশ্যে ফাঁসি নেব। আর প্রমাণ না করতে পারলে অরবিন্দ কেজরিওয়ালকে রাজনীতি ছাড়তে হবে। কী, রাজি?’

আম আদমি পার্টির প্রধানের কোনো বিবৃতি এখনো জানা যায়নি!