ধোনি ক্রিকেটের একটি যুগের নাম

মাঠে ধোনি মানেই ব্যস্ত এক অধিনায়ক। ছবি: এএফপি
মাঠে ধোনি মানেই ব্যস্ত এক অধিনায়ক। ছবি: এএফপি

আইপিএল শেষ হচ্ছে অবশেষে। দেড় মাস লম্বা এক যাত্রার শেষ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের ফাইনালের মধ্য দিয়ে। সে ফাইনালের আগে সাবেক সিএসকে খেলোয়াড় ম্যাথু হেইডেন সর্বোচ্চ প্রশংসায় ভাসালেন দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

এক দশক ধরে চেন্নাইয়ের ভার বইছেন মহেন্দ্র সিং ধোনি। আর কোনো খেলোয়াড় এতগুলো বছর ধরে একটি ফ্র্যাঞ্চাইজির ভার বইতে পারেননি। সেখানে ধোনি শুধু দলকে নেতৃত্বই দিচ্ছেন না। প্রতি মৌসুমেই দলকে সেরা চারের মধ্যে নিয়ে আসছেন। এমন এক অধিনায়ককে প্রশংসায় ভাসাতে তাই বাধেনি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ওপেনারের।

স্টার স্পোর্টসের অনুষ্ঠানে চেন্নাই সুপার কিংসের সাবেক খেলোয়াড় বলেছেন, ‘আপনি ধোনিকে জানেন, সে শুধু একজন খেলোয়াড় নয়, সে ক্রিকেটের একটি যুগ। অনেক দিক থেকেই আমার মনে হয় ধোনি গলির ক্রিকেটের অধিনায়কের মতো। সে আমাদের মতো, সে সবকিছু (জয়ের জন্য) করতে প্রস্তুত।’

যে কোনো পরিস্থিতিতে ধোনির মাথা ঠান্ডা রাখার ক্ষমতার দিকে ইঙ্গিত করে হেইডেন বলেছেন, ‘যখন সে ম্যাচের আগে ওয়ার্ম আপ করে তখন খেয়াল করবেন সে কীভাবে লেগ স্পিনারদের বল করাচ্ছে, কীভাবে ক্যাচ ধরছে। সে খেলোয়াড় ও অন্যদের জিজ্ঞেস করে ওরা কেমন করছে। খুব আয়েশি ভঙ্গিতে থাকে। ওর এ আচরণ আমরা সবাই বুঝতে পারি। কারণ আমরা সবাই কাজের ফাঁকে বন্ধু ও পরিবার সামলানোর চেষ্টা করি। এটা খুব বড় একটা দায়িত্ব। ফলে ওর মতো কেউ একজন যখন নেতৃত্বে থাকে তখন আপনিও শান্ত থাকবেন। অনেক স্বচ্ছন্দ বোধ করবেন এবং এ কারণেই তাকে থালা ধোনি ডাকা হয়। থালা, যার মানে চেন্নাইয়ের নেতা কিন্তু ওকে দেশের নেতাই মনে হয়।’

আজ রাত আটটায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হচ্ছে আইপিএলের ফাইনাল।