বিশ্বকাপের দল নয়, সিরিজ জয় নিয়ে ভাবছে বাংলাদেশ

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি: প্রথম আলো
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি: প্রথম আলো
>আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। তবে এক ধাপ এগিয়ে সিরিজ জয় নিয়ে ভাবছে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। কাল জিতলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত। প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজই। আর সে ফাইনাল মানেই কোনো টুর্নামেন্টের ট্রফি জেতার আরেকটি সুযোগ। দ্বিপক্ষীয় সিরিজের বাইরে যে এখনো বাংলাদেশ কোনো ট্রফি জেতেনি!

আগামীকাল জিতলেই ফাইনাল নিশ্চিত। ম্যাচ ছাপিয়ে এক ধাপ এগিয়ে সিরিজ জয় নিয়ে ভাবছে বাংলাদেশ দল। আজ সংবাদ সম্মেলনে এসে সেটাই জানিয়েছেন মোহাম্মদ মিঠুন, ‘খেলোয়াড়েরা ওইভাবে চিন্তা করে না যে এক ম্যাচ বা দুই ম্যাচ জিতলেই ফাইনাল। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্যাচেই যখন নামি, জেতার জন্য নামি।’

বাংলাদেশ আয়ারল্যান্ডে পা রেখেছে কাল ১০ দিন পূর্ণ হলো। এর মধ্যে মিঠুন এক দিনই ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছেন। প্রস্তুতি ম্যাচে আরও অনেকের মতো তাঁর ব্যাট হাসেনি। আর গত ম্যাচে নামাই হয়নি মাঠে। এমন বিরতি ছন্দপতনের শঙ্কা জাগায়। আয়ারল্যান্ড সিরিজটাকে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল। বিশ্বকাপের চূড়ান্ত দলে কোনো পরিবর্তন আনা বা মূল একাদশ ঠিক করার এটাই শেষ সুযোগ।

মিঠুন অবশ্য পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন। বরং প্রথমবারের মতো কোনো সিরিজ জেতা নিশ্চিত করার পক্ষে এই মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘দলে পরিবর্তন হবে কি না সেটা ম্যানেজমেন্টের ব্যাপার। আমি নিশ্চিত প্রত্যেকটা খেলোয়াড়ই খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। যখন যে সুযোগ পাবে সেরাটা দেবে। আমার মনে হয় না এখানে বেশি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে। আমরা এখানে টুর্নামেন্ট খেলতে আসছি। আমরা আগে কখনো ত্রিদেশীয় সিরিজ জিততে পারিনি। আমাদের প্রধান লক্ষ্য সিরিজটা জেতার।’

প্রথম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে এসেছে আয়েশি জয়। তাই বলে আগামীকালের ম্যাচেও সহজে পার পাওয়া যাবে, তা নয়। কারণ ক্যারিবীয় ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছেন। এ টুর্নামেন্টে এর মাঝেই চারটা সেঞ্চুরি পেয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। বাংলাদেশের বোলিং আক্রমণের ওপর বাড়তি দায়িত্ব পড়ছেই। বোলারদের ওপর অবশ্য পূর্ণ আস্থা মিঠুনের, ‘আমরা গত ম্যাচ খেলেছি এদের বিপক্ষে। ওরা ভালো খেলেছে। কিন্তু আমরা কামব্যাক করেছি। আমাদের বোলারদের যোগ্যতা আছে যে কোনো ভালো ব্যাটসম্যানকে আউট করার। যে কোনো একটা ভালো জুটি ভেঙে দেওয়ার।’