লিভারপুল-উলভস ম্যাচের হাইলাইটস দেখুন এখানে

লিগের শেষ ম্যাচেও জিতেছে লিভারপুল। ছবি : এএফপি
লিগের শেষ ম্যাচেও জিতেছে লিভারপুল। ছবি : এএফপি
>

লিগের শেষ ম্যাচে গতকাল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

গতকাল প্রিমিয়ার লিগের দলগুলো নেমেছিল নিজেদের শেষ ম্যাচে। লিভারপুল ২৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে নেমেছিল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। কিন্তু ইয়ুর্গেন ক্লপদের হাতে সবটা ছিল না। উলভারহ্যাম্পটনকে হারানোর সঙ্গে সঙ্গে তাদের প্রার্থনা ছিল ম্যানচেস্টার সিটির জয়হীন থাকা। সিটি যদি শেষ ম্যাচে পয়েন্ট হারাত ড্র করে বা হেরে, তাহলে ২৯ বছরের শিরোপাখরা মেটাত লিভারপুল। সেটি হয়নি, সিটি জেতায়। যদিও সাদিও মানের জোড়া গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।
ম্যাচের ১৭ মিনিটে রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ডের বাড়ানো বল ধরে গোল করেন মানে। সেই গোল শোধ করার মরিয়া চেষ্টা চালিয়ে গেছে উলভস। আইরিশ রাইটব্যাক ম্যাট ডোহার্টির একটি শট বারে লেগে ফিরে গেছে, নয়তো প্রথমার্ধেই সমতা ফেরাতে পারত তারা। দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে আরেকটি গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পুরস্কার গোল্ডেন বুট নিশ্চিত করার পাশাপাশি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সাদিও মানে। ২২ গোল নিয়ে এবার প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা হয়েছেন যুগ্মভাবে তিনজন। সাদিও মানের পাশাপাশি এই পুরস্কার জিতেছেন সতীর্থ মোহাম্মদ সালাহ ও আর্সেনালের স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াং। ম্যাচের হাইলাইটস দেখে নিন এখানে -