চেলসিকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন হ্যাজার্ড

চেলসি সমর্থকদের ভালোবাসার উত্তর দিচ্ছেন হ্যাজার্ড। ছবি: এএফপি
চেলসি সমর্থকদের ভালোবাসার উত্তর দিচ্ছেন হ্যাজার্ড। ছবি: এএফপি

এডেন হ্যাজার্ড তাহলে চেলসি ছাড়ছেনই! পুরো এক মৌসুম গুঞ্জন শোনা গেছে, রিয়াল মাদ্রিদে যাচ্ছেন বেলজিয়ান উইঙ্গার। চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে রেখেছেন হ্যাজার্ড। আগামী চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করার পাশাপাশি ইউরোপা লিগের ফাইনালেও নিয়ে গেছেন হ্যাজার্ড। এসব অর্জনের পরও চেলসিতে আর মন টিকছে তাঁর।

বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য আগ্রহের কথা জানিয়েছিলেন হ্যাজার্ড। সে যাত্রা চেলসি ২০০ মিলিয়ন ইউরো দাম হাঁকানোয় বেলজিয়ান উইঙ্গারকে পায়নি রিয়াল। এ মৌসুমে সম্ভবত আর হ্যাজার্ডের স্পেনে যাওয়া আটকাতে পারছে না চেলসি। হ্যাজার্ড নিজেই জানিয়ে দিয়েছেন আগামী মৌসুম কোথায় খেলতে চান সেটা এরই মাঝে জানিয়ে দিয়েছেন চেলসিকে।

চেলসির মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হ্যাজার্ড। দলের সেরা গোলও তাঁর। এসব পুরস্কার বুঝে নেওয়ার ফাঁকেই এক সমর্থক তাঁর কাছে আরজি জানিয়েছিল, চুক্তি নবায়ন করে নেওয়ার। মুখে হাসি ধরে রেখেই হ্যাজার্ড বলেছিলেন, ‘কলম কোথায়।’ এমন রসিকতায় অনেক চেলসি সমর্থকই আশা খুঁজে পেয়েছিলেন। কিন্তু নতুন করে আবারও রিয়ালে যাওয়ার ব্যাপারে নিজের মত জানিয়ে দিয়েছেন হ্যাজার্ড। রবিবার লেস্টার সিটির ম্যাচ দিয়ে লিগ মৌসুম শেষ হয়ে গেছে চেলসির। ম্যাচ শেষে ভবিষ্যৎ নিয়ে যা বলেছেন তাতে মন খারাপ হয়ে যাবে চেলসি সমর্থকদের, ‘আমি ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু সবকিছু আমার ওপর নির্ভর করছে না।’

রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্ন অনেক দিন ধরেই পালন করছেন হ্যাজার্ড। এখন আবার জিনেদিন জিদান নতুন করে রিয়ালের দায়িত্বও পেয়েছেন। এই জিদানকেই আদর্শ মানেন হ্যাজার্ড। রিয়ালে যাওয়ার ব্যাপারে নিজের চেষ্টার কথাও অকপটে স্বীকার করে নিয়েছেন হ্যাজার্ড, ‘এ ব্যাপারটা (কোন দলে খেলবেন) মৌসুমের প্রথমদিকেই খোলাসা হলে ভালো লাগত কি না? অবশ্যই, আমিও সেটা চেয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। সংবাদমাধ্যম ও সমর্থকদের মতো আমিও অপেক্ষায় আছি।’

চেলসিতেই থাকবেন নাকি রিয়াল মাদ্রিদে যাবেন সে সিদ্ধান্ত মৌসুম শেষ হলেই নিতে পারবেন হ্যাজার্ড। কিছুদিন পরেই যে ইউরোপার ফাইনাল। হতাশার এক মৌসুম শিরোপা জিতেই শেষ করতে পারবেন হ্যাজার্ড। এরপর না হয় ভবিষ্যতের কথা চিন্তা করা যাবে। তবে হ্যাজার্ড অত অপেক্ষা করতে রাজি নন। দলবদলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না এ প্রশ্নের উত্তরে সরাসরিই বলেছেন, ‘কয়েক সপ্তাহ আগেই নিয়েছি।’

হ্যাজার্ডের আগেই অবশ্য চেলসি কোচ মরিসিও সারি ইঙ্গিত দিয়ে রেখেছেন দলের সেরা খেলোয়াড়কে হারাচ্ছে লন্ডনের ক্লাব, ‘সে চেলসিতে সাত বছর খেলেছে। প্রতি ম্যাচে নিজের সেরাটা দিয়েছে। এখন সময় হয়েছে ওর সিদ্ধান্তকে সম্মান দেওয়ার। তবু আশা করি সে আমাদের সঙ্গে থাকবে।’