রক্তাক্ত ওয়াটসনকে নিয়ে আবেগাপ্লুত সবাই

হাঁটু থেকে ঝরছে রক্ত, তাও খেলা থামাননি ওয়াটসন। ছবি : টুইটার
হাঁটু থেকে ঝরছে রক্ত, তাও খেলা থামাননি ওয়াটসন। ছবি : টুইটার
>

আইপিএলের ফাইনালে চেন্নাইকে একাই টেনে নিয়ে গেছেন শেন ওয়াটসন। তবে অস্ট্রেলীয় অলরাউন্ডারের চেষ্টা সফল হয়নি। ১ রানের জন্য শিরোপা হাতছাড়া হয়েছে চেন্নাই সুপারকিংসের। তবে ফাইনালে তাঁর রক্তাক্ত হাঁটুর ছবি আবেগাপ্লুত করেছে সবাইকে।

আইপিএল ফাইনালের নখ কামড়ানো এক মুহূর্ত। মুম্বাই ইন্ডিয়ানসের বেঁধে দেওয়া লক্ষ্য তাড়া করছে চেন্নাই সুপারকিংস। তৃতীয় ওভারে রানআউট এড়ানোর জন্য ক্রিজে ঝাঁপ দিলেন শেন ওয়াটসন। হাঁটুতে আঘাত পেলেন। রক্ত ঝরল। কিন্তু তাতেও থামলেন না ওয়াটসন। দায়িত্ববোধের উদাহরণ তৈরি করে ৫৯ বলে ৮০ রানের ইনিংস খেললেন। দলকে প্রায় জয়ের বন্দরে নিয়েই গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুঃখজনক এক হার সঙ্গী তাদের। কিন্তু তাতে কী! ক্রিকেট মহলে ধন্যি ধন্যি পড়ে গেছে ওয়াটসনকে নিয়ে।

ম্যাচের শেষে হাঁটুতে ছয়টি সেলাই নিতে হয়েছে ওয়াটসনকে। ওয়াটসনের এই বীরত্বে মুগ্ধ সবাই। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের সতীর্থ থেকে শুরু করা সমর্থকেরা। চেন্নাইয়ের অফ স্পিনার হরভজন সিং ম্যাচ শেষে রক্তাক্ত ওয়াটসনের এক ছবি টুইট করে লিখেছেন, ‘তোমরা কি ওয়াটসনের হাঁটুতে রক্তের দাগ দেখেছ? ম্যাচের পর হাঁটুতে ছয়টা সেলাই নিয়েছে সে। ঝাঁপ দিতে গিয়ে হাঁটুতে চোট পায় সে, কিন্তু কাউকে কিছু বলেনি। খেলা চালিয়ে গেছে! এটাই আমাদের ওয়াটসন। আমাদের প্রায় জিতিয়েই দিয়েছিল সেদিন।’

ওয়াটসনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে চেন্নাই সুপার কিংসও। নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একই ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘আত্মনিবেদন কী আবার? এটা তো একদম ঐশ্বরিক পর্যায়ে!’

এ ছাড়া অনেক আইপিএল ভক্ত টুইটারকে বেছে নিয়েছিলেন ওয়াটসনকে নিয়ে তাঁদের মুগ্ধতার কথা জানানোর জন্য। একজন লিখেছেন, ‘আমাদের কাপের দরকার নেই, কেননা আমাদের ওয়াটসন আছে।’ আরেকজনের বক্তব্য, ‘আমার মনে হয় না কখনো এর থেকে বড় আত্মনিবেদনের নমুনা দেখেছি আমি।’

ওয়াটসনরা থাকেন বলেই তো আইপিএল এত সুন্দর!