রোনালদোর সঙ্গে আর খেলা হচ্ছে না দিবালার?

সাদাকালো জার্সি পরে আর বেশি দিন থাকছেন না দিবালা। ছবি: এএফপি
সাদাকালো জার্সি পরে আর বেশি দিন থাকছেন না দিবালা। ছবি: এএফপি
>গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো আসার পর থেকেই জুভেন্টাসের মূল দলে এক রকম ব্রাত্য হয়ে পড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। দিবালার ভাই আজ জানালেন, জুভেন্টাসে থাকার ইচ্ছা নেই তাঁর

বিশ্ব ফুটবলের দুই শ্রেষ্ঠ তারকার সঙ্গে একদমই বনিবনা হচ্ছে না দিবালার। একে তো লিওনেল মেসির পজিশনে খেলেন বলে মেসির জন্য আর্জেন্টিনার মূল দলে নিয়মিত সুযোগ পান না। এখন দেখা যাচ্ছে ক্লাবেও একই সমস্যায় পড়েছেন দিবালা। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য নিজের ক্লাব জুভেন্টাসের মূল একাদশে সুযোগ পাচ্ছেন না পাওলো দিবালা।

একই একাদশে রোনালদো ও দিবালা দুজনকেই খেলানোর ফর্মুলা বের করতে পারছেন না জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ফলে বেঞ্চে বসে থাকতে হচ্ছে দিবালাকে। বেঞ্চে বসে থাকতে থাকতে বিরক্ত দিবালা এবার ভাইয়ের মাধ্যমে জানালেন, জুভেন্টাসে আর নয়!

আর্জেন্টাইন এক রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দিবালার ভাই গুস্তাভো দিবালা ক্ষোভ ঝেড়েছেন সমানে, ‘তার জুভেন্টাস ছাড়ার অবশ্যই অনেক বড় সম্ভাবনা আছে। তার পরিবর্তন দরকার।’ জুভেন্টাসে যে শুধু দিবালাই অস্বস্তিতে আছেন, তা নয়। গুস্তাভোর মতে জুভেন্টাসের অনেক খেলোয়াড়ই সন্তুষ্ট নন, ‘শুধু দিবালাই নয়, জুভেন্টাসে ওর মতো অনেক খেলোয়াড়ই অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। আমি জানি না সে কোথায় যাবে, কিন্তু জুভেন্টাস ছাড়বে অবশ্যই। এখানে সে একদমই সুখী নয়। শুধু সে নয়, জুভেন্টাসে অনেকেই সুখে নেই। ওর মতো অনেকেই ক্লাব ছাড়বে।’

তাহলে কি রোনালদোর জন্যই ক্লাব ছাড়ছেন দিবালা? এ প্রশ্নটা কৌশলে এড়িয়ে গেছেন গুস্তাভো, ‘ক্রিস্টিয়ানো অসাধারণ একজন লোক। তার সঙ্গে দিবালার কোনো সমস্যা নেই। তাদের দুজনের সম্পর্ক বেশ ভালো। সমস্যা হলো অ্যালেগ্রির কৌশলে। সে দুজন ফরোয়ার্ডকে একসঙ্গে খেলাতে পারছে না। কেননা রোনালদো আর দিবালার পজিশন প্রায় এক।’