সাকিব খেলবেন ফাইনালে?

কাল চোটে পড়ার পর সাকিব। ছবি: এএফপি
কাল চোটে পড়ার পর সাকিব। ছবি: এএফপি
>সাকিব চোট পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে। সংশয় দেখা দিয়েছে কাল তাঁর ফাইনাল খেলা নিয়ে। দলের ফিজিও বলছেন, কাল সকালে বোঝা যাবে সাকিবের চোট কতটা গুরুতর

সাকিব আল হাসানের সবশেষ খবর কী—ঢাকা থেকে সাংবাদিকেরা কাল ম্যাচের পর থেকে অবিরত প্রশ্নটা করে যাচ্ছেন বিসিবির মিডিয়া ম্যানেজারকে। মিডিয়া ম্যানেজার দলের সঙ্গে নেই, তিনিও ঢাকাতে। আয়ারল্যান্ড থেকে বার্তা না পেলে তিনিই বা কী বলবেন। সাকিবের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পেতে পেতে তাই আজ বাংলাদেশ সময় রাত প্রায় ৮টা।

ফিজিও থিহান চন্দ্রমোহনের বক্তব্য দিয়ে বিসিবি জানিয়েছে, সাকিবকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ম্যাচের দিন সকালেই বোঝা যাবে তাঁকে পাওয়া যাবে কি যাবে না। তার মানে বাঁ হাতি অলরাউন্ডারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল খেলা নিয়ে আছে ঘোর সংশয়। সাকিবের চোটটা তাঁর পিঠের বাঁ দিকে মাংসপেশিতে। দলীয় সূত্র বলছে, ব্যথা খুব একটা কমেনি। ডাবলিন থেকে প্রথম আলোর প্রতিনিধি অবশ্য জানিয়েছেন, সকালে তিনি জিম করেছেন।

সংবাদমাধ্যমের সামনে আসা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথায়ও মনে হলো সাকিবের ফাইনাল খেলা ভীষণ অনিশ্চিত, ‘একটু জটিল। এখনই বলা যাচ্ছে না। ওর ওপর নির্ভর করছে। পৃথিবীর কোনো ডাক্তার-ফিজিও দিয়ে এখানে কিছু করা সম্ভব নয়। ২৪ ঘণ্টার মধ্যে একটা ব্যথা হুট করে কমিয়ে ফেলা কঠিন। সে কেমন অনুভব করছে কালকের সকালের ওপর নির্ভর করছে। কাল মাঠে যাওয়ার পর সাকিব ঠিক করবে পারবে কি পারবে না।’

সাকিবকে না পাওয়া গেলে পরিকল্পনা কেমন হবে, সেটি এক প্রকার ঠিক করে ফেলেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মাশরাফি বললেন, ‘অধিনায়ক হিসেবে বলব না। সাকিব কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি না বললেও চলে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব কী, সবাই জানে। যদি ও না খেলে, তাহলে সেটি মোটেও ভালো সংবাদ নয়। আবার এটাও বলব, সাকিবকে ছাড়াও ম্যাচ জেতার সামর্থ্য আমাদের অবশ্যই আছে। এ কারণেই দলে সেরা ১৫ জনকে নেওয়া। অধিনায়ক হিসেবে বলব, ওর বদলে যে আসবে সে পেশাদার এবং তারও সামর্থ্য আছে পারফর্ম করার।’