সব ম্যাচ হারলেও মাশরাফিদের জন্য ৮৪ লাখ টাকা

বিশ্বকাপে থাকছে বিপুল অর্থের ছড়াছড়ি। ফাইল ছবি
বিশ্বকাপে থাকছে বিপুল অর্থের ছড়াছড়ি। ফাইল ছবি
>প্রতি বিশ্বকাপেই থাকে। এবারও থাকছে বিপুল আর্থিক পুরস্কার। এবারের টুর্নামেন্ট যে ১ কোটি ডলারের

বিশ্বকাপ শুধু মর্যাদার টুর্নামেন্ট নয় কিংবা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্ট নয়, ট্রফির সঙ্গে যে থাকে বিপুল অর্থের ছড়াছড়ি। এবারের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপটা যেমন হচ্ছে ১ কোটি ডলার বা ৮৪ কোটি টাকার। বাংলাদেশ যদি একটি ম্যাচও না জিতে ফেরে তবুও তাদের সান্ত্বনা পুরস্কার নেহাত কম নয়।

আইসিসি আজ জানিয়েছে, বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার বা প্রায় ৩৪ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ১৭ কোটি টাকা। সেমিফাইনাল থেকে যে দুটি দল ফাইনালে উঠতে পারবে না তাদের জন্য বরাদ্দ সাড়ে ৬ কোটি টাকা। গ্রুপ পর্বে ম্যাচ হবে মোট ৪৫টি। প্রতি ম্যাচে বোনাস ৩৩ লাখ টাকা। বাংলাদেশ যদি ৯টি ম্যাচই জেতে, তাহলে বোনাস পাবে ৩ কোটি টাকা। যদি একটি ম্যাচও না জিতে ফেরে, তবে শুধু অংশ নেওয়ায় মাশরাফিরা পাবেন ১ লাখ ডলার বা ৮৪ লাখ টাকা। তাৎক্ষণিকভাবে এই অর্থ অবশ্য পায় না কোনো দল, পরে এটি পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট বোর্ডকে।

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারের দল হিসেবে বাংলাদেশ পেয়েছিল ৩ কোটি ৬৪ লাখ টাকার প্রাইজমানি।