কেমন হলো বিশ্বকাপের থিম সং?

বিশ্বকাপের থিম সং প্রকাশিত হলো আজ। সংগৃহীত ছবি
বিশ্বকাপের থিম সং প্রকাশিত হলো আজ। সংগৃহীত ছবি
>বিশ্বকাপ ক্রিকেট ২০১৯-এর অফিশিয়াল থিম সং প্রকাশিত হয়েছে আজ।

‘তোমার উচিত আমাকে ডাকা,

আমি যাওয়ার আগেই।
কারণ আমার আরও অনেক সুযোগ আছে
মনে করো না আমার নেই।’

কথাগুলো কে কাকে বলছে? প্রেমের বাণী বলে ঠেকছে কি? সেটা বলার উপায় নেই, বরং বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর উদ্দেশ্যে ট্রফির হাতছানি বলেই মনে হচ্ছে।

ক্রিকেট বিশ্বকাপের থিম সংয়ের অপেক্ষায় থাকে সবাই। বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে এ গানটিই থাকবে সবার মুখে মুখে। সে গানটি কেমন হবে সেটা নিয়ে আগ্রহ থাকবেই। আইসিসি আজ আনুষ্ঠানিকভাবে এ বিশ্বকাপের থিম সংয়ের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিল।

কানাডার স্বল্প পরিচিত শিল্পী লরিন ও যুক্তরাষ্ট্রের রুডিমেন্টাল মিলে উপহার দিয়েছে বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ড বাই’। এ গান নিয়ে রুডিমেন্টালের লকস্মিথ বলেছিলেন, ‘এ গানের মূল বার্তা হলো একতা, সব ধরনের মানুষকে আমাদের সৃষ্ট সুরের মাধ্যমে একত্র করা।’

বিশ্বকাপের থিম সং দেখে নিন এখানে